ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

অ ন্য র ক ম

প্রকাশিত: ০৫:২২, ২৮ সেপ্টেম্বর ২০১৮

অ ন্য র ক ম

পরকীয়া অপরাধ নয় পরকীয়া অপরাধ নয়, তবে তা বিবাহ বিচ্ছেদের কারণ হতে পারে, ভারতের সুপ্রীমকোর্ট বৃহস্পতিবার এ বিষয়ে ঐতিহাসিক রায়টি দিয়েছে। রায়ে প্রধান বিচারপতির পর্যবেক্ষণে ইংরেজ আমালে তৈরি করা একটি আইনকে স্বেচ্ছাচারিতার নামান্তর বলে মন্তব্য করা হয়। পুরনো ওই আইন চ্যালেঞ্জ করে দায়ের হওয়া একটি মামলার প্রেক্ষিতেই এই রায় দেয় শীর্ষ আদালত। ১৮৬০ সালের ওই আইনে বলা হয়েছে, কোন ব্যক্তি কোনও মহিলার সঙ্গে যৌন সম্পর্ক করলে এবং ওই মহিলার স্বামীর অনুমতি না থাকলে পাঁচ বছর পর্যন্ত জেল এবং জরিমানা বা উভয়ই হতে পারে। এই আইনকেই চ্যালেঞ্জ করে একাধিক মামলা দায়ের হয়। বলা হয়, ঔপনিবেশিক শাসনকালে তৈরি ওই আইন নারীদের সম্পত্তি হিসেবে গণ্য করে। কিন্তু বর্তমান সমাজ ব্যবস্থার প্রেক্ষিতে এই আইন বাতিল করা হোক। আরও দাবি ছিল, একই অপরাধে পুরুষকে দোষী করলে নারীদেরও দোষী করতে হবে।-পিটিআই জাতিসংঘে অপ্রস্তুত ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প তখনও আমেরিকার প্রেসিডেন্ট হননি। ২০১৪ সালে বারাক ওবামার সমালোচনা করে তিনি টুইটে লিখেছিলেন, ‘আমাদের এমন এক প্রেসিডেন্ট দরকার, যিনি বিশ্বের কাছে হাসির পাত্র হবেন না।’ বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক সম্মেলনের সভায় তাকে নিয়েই হাসির রোল উঠল, পোডিয়ামে তখন দাঁড়িয়ে ট্রাম্প। নিজের গুণ গাইতে গিয়ে শেষ পর্যন্ত লোক হাসালেন। এদিন আধ ঘণ্টা দেরিতে তিনি সাধারণ সভায় এসে পৌঁছেন। পরনে কালো স্যুট, লাল টাই। বুকে মার্কিন পতাকা। ‘আমেরিকা ফার্স্ট’ নিয়ে ফিরিস্তি দিতে গিয়েই একটা সময়ে তিনি বলে বসেন, ‘দক্ষতা ও ক্ষমতার বিচারে আমাদের সেনা এখন সর্বকালের সেরা। দু’বছরেরও কম সময়ে আমার সরকার যা করেছে, আমেরিকার ইতিহাসে কোনও প্রশাসনই তা করতে পারেনি।’ টেলি প্রম্পটার দেখে বলছিলেন ট্রাম্প। পুরো বাক্যটাও তখনও শেষ হয়নি, হঠাৎ শোনা গেল হাসির রোল। ব্যাপার কী! ক্যামেরা রোল করতেই নজরে এল, মুখ টিপেও হাসছেন অনেকে। এমনটা ওবামার ক্ষেত্রে কখনও ঘটেছে বলে মনে করতে পারছেন না মার্কিন কূটনীতিকদের একাংশ। গতবার এই সভায় হুঙ্কার দিয়ে তিনি চমকে দিয়েছিলেন বিশ্ব নেতাদের। এ বার নিজেই হাসির খোরাক হলেন। স্পষ্টতই অপ্রস্তুত দেখা যায় ট্রাম্পকে। খানিক পরে বলেন, ‘এমন প্রতিক্রিয়া আশা করিনি, তবে ঠিক আছে।’ পরে সাংবাদিকদেরও জানান, বিষয়টাকে তিনি সহজভাবেই নিয়েছেন। -ইউএসএ টুডে
×