ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নওগাঁয় ঘোড়ায় চড়ে গণসংযোগ

প্রকাশিত: ০৬:৪৯, ২৭ সেপ্টেম্বর ২০১৮

নওগাঁয় ঘোড়ায় চড়ে গণসংযোগ

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২৬ সেপ্টেম্বর ॥ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-২ (ধামইরহাট-পতœীতলা) আসনে নিজেকে স্বতন্ত্র এমপি প্রার্থী জানান দিতে মতিবুল ইসলাম বলু নামে এক ব্যক্তি ঘোড়ার পিঠে চড়ে ব্যতিক্রমী গণসংযোগে মাঠে নেমেছেন। জেলার পতœীতলা উপজেলার চকজয়রাম গ্রামের মৃত জয়েন উদ্দিনের ছেলে মতিবুল ইসলাম বলু দীর্ঘদিন থেকে আওয়ামী লীগের সঙ্গে জড়িত থাকলেও তিনি একাধারে বিভিন্ন সংগঠনের সঙ্গে জড়িত থাকার সুবাদে নিজেকে জনপ্রিয় দাবি করে নওগাঁ জেলার ঘোড়া মালিক সমিতির সভাপতি হয়েছেন। এ কারণে অন্য প্রার্থীদের মোটরসাইকেল শোডাউনের পরিবর্র্তে তিনি ঘোড়া নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে সকলের নিকট দোয়া ও ভোট প্রার্থনায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এ নিয়ে এলাকায় ব্যাপক আলোড়ন সৃৃষ্টি হয়েছে। মতিবুল ইসলাম জানান, তিনি এলএলবিতে অধ্যয়নরত আছেন। তার ঘোড়া সমিতির প্রায় ২শ’ ঘোড়া আছে। এই ঘোড়া তার আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী মাঠে ভোট চাইতে কাজে লাগাবেন। তিনি নির্বাচিত হলে এলাকার উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবেন বলে জানান। পাশাপাশি মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে ভূমিকা রাখার কথাও ব্যক্ত করেন। মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন নিজস্ব সংবাদদাতা, মহেশখালী, ২৬ সেপ্টেম্বর ॥ মুক্তিযোদ্ধাদের জন্য বর্তমান স্বাধীনতার পক্ষের আওয়ামী লীগ সরকার ২ কোটি ৩৯ লাখ ১৪ হাজার টাকা ব্যয়ে কক্সবাজারের উপকূলীয় দ্বীপ উপজেলা মহেশখালীতে নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স বুধবার দুপুরে উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি। পরে উপজেলা পরিষদ চত্বরে মহেশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় ও সুধী সমাবেশ জেলা প্রশাসক মোঃ আলী হোসেনের সভাপতিত্বে ও উপজেলা সমবায় র্কমর্কতা মঞ্জুর মোর্শেদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য আলহাজ আশেক উল্লাহ রফিক।
×