ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

জীবন বীমা কোম্পানি অর্থনীতিকে সমৃদ্ধ করেছে ॥ মোরশেদ আলম

প্রকাশিত: ০৬:২৩, ২৭ সেপ্টেম্বর ২০১৮

জীবন বীমা কোম্পানি অর্থনীতিকে সমৃদ্ধ করেছে ॥ মোরশেদ আলম

অর্থনৈতিক রিপোর্টার ॥ বেসরকারী খাতের জীবন বীমা কোম্পানিগুলো সেবার মাধ্যমে সঞ্চয় গঠন করে জাতীয় অর্থনীতিকে সমৃদ্ধ করছে বলে মন্তব্য করেছেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মোরশেদ আলম। বুধবার রাজধানীর কারওয়ান বাজার ন্যাশনাল লাইফ টাওয়ারে কোম্পানিটির ৩৩তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে জীবন বীমা ব্যবসায় একটি সম্ভাবনা খাত হিসেবে দিন দিন প্রাধান্য পাচ্ছে। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিও নিজেকে এগিয়ে নিচ্ছে। এছাড়াও এই কোম্পানি প্রতিষ্ঠার সময় থেকে সঞ্চয়, কর্মসংস্থান ও বিনিয়োগ প্রভৃতি ক্ষেত্রে অবদান রেখে দেশের অর্থনৈতিক কর্মকা-কে আরও বেগবান করতে সাহায্য করছে। তিনি আরও বলেন, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ১৯৮৫ সালের প্রতিষ্ঠালগ্ন থেকে শুরু করে আজকের এই দৃঢ় অবস্থানে পৌঁছাতে সাধারণ শেয়ারহোল্ডারদের অবদান রয়েছে। পাশাপাশি আমাদেরকেও অনেক প্রতিকূল পরিবেশ মোকাবেলা করে সামনের দিকে এগোতে হয়েছে। এর সুবাধে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি দেশের অন্যতম বীমা কোম্পানি হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। এজিএমে কোম্পানিটির পর্ষদের ঘোষিত ২০১৭ সালের জন্য ২০ শতাংশ নগদ ও ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদিত হয়। এছাড়া এজিএমে আরও চারটি আলোচ্যসূচী (এজেন্ডা) অনুমোদিত হয়।
×