ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরবাইক আরোহী নিহত

প্রকাশিত: ০৬:০৪, ১৮ সেপ্টেম্বর ২০১৮

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরবাইক আরোহী নিহত

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জের গজারিয়ার ভিটিকান্দিতে এক সড়ক দুর্ঘটনায় আবুল কাসেম (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ফরিদ নামে অপর এক আরোহী। সোমবার সকাল ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উক্ত স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল কাসেম কুমিল্লা জেলার মির্জাপুর থানার গোড়াহীল নয়াপাড়া গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে এবং আহত ফরিদ মাইনহাটি গ্রামের জয়দর মিয়ার ছেলে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, টাঙ্গাইল থেকে মোটরসাইকেলে করে কুমিল্লা যাচ্ছিলেন আবুল কাসেম ও ফরিদ। ভিটিকান্দি এলাকায় পৌঁছার পর নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেলটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা খেয়ে ট্রাকের নিচে চলে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় আবুল কাসেমের। রূপগঞ্জে বেসরকারী কর্মকর্তা নিজস্ব সংবাদদাতা রূপগঞ্জ থেকে জানান, রূপগঞ্জে মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় জাহাঙ্গীর আলম (৬০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত ও তার সঙ্গী ইঞ্জিনিয়ার গাজী মাহমুদুর রহমান আহত হয়েছেন। সোমবার বিকেলে পূর্বাচল উপ-শহরের ১৮নং সেক্টরে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর আলম লক্ষীপুর জেলার রামগঞ্জ থানার শ্যামপুর এলাকার আসান উল্লাহর ছেলে। নেত্রকোনায় আহত ছাত্রের মৃত্যু নিজস্ব সংবাদদাতা নেত্রকোনা থেকে জানান, জেলার কলমাকান্দা উপজেলায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে টিউব মিয়া (১০) নামে এক স্কুলছাত্র মারা গেছে। সোমবার সকালে সে মারা যায়। টিউব মিয়া ওই উপজেলার বাদে পোগলা গ্রামের ফসর আলীর ছেলে এবং স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র। জানা গেছে, রবিবার দুপুরে টিটব মিয়া স্কুল থেকে মনকান্দিয়া সড়ক দিয়ে বাড়ি ফিরছিল। পথে একটি ইঞ্জিনচালিত অটোরিক্সা তাকে ধাক্কা দেয়। এতে শিশুটি গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে ভর্তি করে। রাতে অবস্থার উন্নতি হলে অভিভাবকরা তাকে বাড়িতে নিয়ে যায়। কিন্তু সোমবার সকাল ১০টার দিকে অবস্থার ফের অবনতি হলে তাকে আবার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
×