ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সবচেয়ে বড় পেঁয়াজ

প্রকাশিত: ০৫:১৮, ১৭ সেপ্টেম্বর ২০১৮

সবচেয়ে বড় পেঁয়াজ

ব্রিটেনের উত্তর ইয়র্কশায়ারের হ্যারোগেইট শহরে প্রতি বছর শীতকালীন সবজি মেলা অনুষ্ঠিত হয়। দেশটির বিভিন্ন প্রান্তের কৃষকরা তাদের খামারে উৎপাদিত সবজি নিয়ে মেলায় উপস্থিত হন। প্রতি বছরের ন্যায় এবারও এ মেলার আয়োজন করা হয়েছে। তবে ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ওই মেলার প্রধান আকর্ষণ ছিল একটি প্রকান্ড পেঁয়াজ। কারণ পেঁয়াজটির ওজন প্রায় আট কেজি। নিক ব্রেক নামের এক কৃষক সাত কেজি সাত শ’ ৫৫ গ্রাম ওজনের এই পেঁয়াজ ফলিয়েছেন। পেঁয়াজটি মেলায় আনা মাত্র এটি দেখতে লোকজন হুমড়ি খেয়ে পড়ে। কারণ এত বড় পেঁয়াজের খবর এর আগে শোনা যায়নি। এই পেঁয়াজের সামনে দাঁড়িয়ে অনেক লোক সেলফি তোলার আবদার করে। পরে সেলফিবাজদের আবদার মেটাতে মেলা কর্তৃপক্ষকে হিমশিম খেতে হয়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিক ব্রেক বলেন, উর্বর মাটিতে বীজ বুনে আপনি ঠিকঠাক পরিচর্যা করলে ভাল ফলন পাবেন। আমিও ঠিক তাই করেছি। তবে এই পেঁয়াজের স্বাদ কেমন হতে পারে এ বিষয়ে কিছু জানাতে পারেননি নিক। -এএফপি
×