ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

তিউনিস প্রধানমন্ত্রীর দলীয় সদস্যপদ বাতিল

প্রকাশিত: ০৬:৩২, ১৬ সেপ্টেম্বর ২০১৮

তিউনিস প্রধানমন্ত্রীর দলীয় সদস্যপদ বাতিল

তিউনিসিয়ার প্রেসিডেন্টের ছেলের সঙ্গে বিবাদের জেরে ক্ষমতাসীন দল নিদা তুনেস পার্টির সদস্যপদ খোয়ালেন প্রধানমন্ত্রী ইউসেফ চাহেদ। অর্থনৈতিক সংস্কার কর্মসূচী নিয়ে দলের নেতা হাফেজ কায়িদ এসেবসির সঙ্গে দ্বন্দ্বের কারণেই শুক্রবার চাহেদের সদস্যপদ নিয়ে এ সিদ্ধান্ত এলো। খবর ওয়েবসাইটের। হাফেজ তিউনিসিয়ার প্রেসিডেন্ট বাজি কাইদ এসেবসির ছেলে। জুলাইয়ে প্রেসিডেন্ট বাজিও প্রধানমন্ত্রীর ওপর থেকে সমর্থন প্রত্যাহারের কথা জানিয়েছিলেন। এর আগে চলতি বছরের মে মাসে চাহেদ ক্ষমতাসীন দলকে ধ্বংস করতে প্রেসিডেন্টের ছেলে তৎপরতা চালাচ্ছেন বলে অভিযোগ করেছিলেন। দলের সঙ্কট রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ওপরও প্রভাব ফেলছে, বলেছিলেন তিনি। নিদা তুনেস এক বিবৃতিতে বলেছে, দল চাহেদের সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। হাফেজের আগে অর্থনীতির পুনর্জাগরণ ঘটাতে ব্যর্থ হওয়ায় চাহেদকে উৎখাতে আহ্বান জানিয়েছিলেন।
×