ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

খুলনায় নির্মূল কমিটির সভায় শাহরিয়ার কবির

ত্রিশ লাখ শহীদের রক্তে অর্জিত সংসদে মৌলবাদী রাজাকার দেখতে চাই না

প্রকাশিত: ০৫:৫১, ১৫ সেপ্টেম্বর ২০১৮

ত্রিশ লাখ শহীদের রক্তে  অর্জিত সংসদে মৌলবাদী রাজাকার দেখতে চাই না

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সভাপতি লেখক সাংবাদিক শাহরিয়ার কবির বলেছেন, ৩০ লাখ শহীদের রক্তে অর্জিত মহান জাতীয় সংসদে কোন মৌলবাদী, জামায়াত, রাজাকারকে দেখতে চাই না। যে সকল রাজনৈতিক দল নির্বাচনে অংশ গ্রহণ করবেন তাদের কাছে আমাদের আহ্বান আপনারা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী ব্যক্তি, মাদক ব্যবসায়ী, মৌলবাদীদের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন দেবেন না। জাতীয় সংসদে সকল সংসদ সদস্যকে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দেখতে চাই। তিনি বলেন, নির্বাচন কমিশনের প্রতি আমাদের আহ্বান নির্বাচনী প্রচারণায় ধর্মের ব্যবহার কিংবা সাম্প্রদায়িক বিদ্বেষমূলক বক্তব্যদানকারীদের শাস্তির আওতায় আনতে হবে। তিনি আরও বলেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় আসার জন্য নানাভাবে তৎপর রয়েছে। তারা গৃহযুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। অতীতের যে কোন সময়ের চেয়ে তারা বেশি সহিংস হবে। তারা ক্ষামতায় এলে এ দেশ পাকিস্তান ও আফগানিস্তানে পরিণত হবে। তিনি বলেন, বিএনপি-জামায়াত দেশ থেকে হিন্দুশূন্য করতে চায়। তাদের সরকারের সময় হাজার হাজার ধর্মীয় সংখ্যালঘুর ওপর নির্যাতন-নিপীড়ন চালানো হয়েছে। ঘড়বাড়ি জ্বালিয়ে দিয়েছে। বিষয়গুলো বিবেচনায় রেখে এখন থেকে সংখ্যালঘু এলাকাগুলোতে দ্রুত সাম্প্রদায়িক ও সন্ত্রাসবিরোধী কমিটি গঠন করতে হবে। নির্যাতনকারীদের দাতভাঙ্গা জবাব দিতে হবে। যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে শাহরিয়ার কবির বলেন, অনেক সীমাবদ্ধতা সত্ত্বেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়তায় যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে। গত ১০ বছরে অন্তত ৬৫ জনের বিচার সম্পন্ন হয়েছে। এটা কম অর্জন নয়। এই অর্জন বজায় রাখতে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। ঘাতক দালাল নির্মূল কমিটির সর্বস্তরের নেতা-কর্মী, সমর্থকদের এ বিষয়ে দৃঢ় ভূমিকা পালন করতে হবে। শাহরিয়ার কবির শুক্রবার বিকেলে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি খুলনার উদ্যোগে নগরীর বিএমএ ভবনের কাজী আজাহারুল হক মিলনায়তনে মুক্তিযুদ্ধের চেতনা অভিযাত্রা ‘মুক্তিযুদ্ধের চেতনা ও আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি খুলনা জেলা কমিটির সভাপতি ডাঃ শেখ বাহারুল আলম। মূল আলোচনায় আরও অংশগ্রহণ করেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কাজী মুকুল। প্রবন্ধ উপস্থাপন করেন নারী নেত্রী সুতপা বেদজ্ঞ। সভা পরিচালনা করেন সংগঠনের খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক মহেন্দ্র নাথ সেন। মুক্ত আলোচনায় অংশ নেন সম্মিলিত সাংস্কৃতিক জোট খুলনার সমন্বয়কারী হুমায়ুন কবির ববি, মুক্তিযোদ্ধা নূর ইসলাম বন্দ, সমাজকর্মী সৈয়দ মনোয়ার হোসেন, উন্নয়নকর্মী শাহিন জামাল পন, অধ্যাপক গৌতম কু-ু, রাজনীতিক শ্যামল সিংহরায়, মফিদুল ইসলাম প্রমুখ। সভায় বক্তারা বলেন, আগামী ডিসেম্বরে (২০১৮) বাংলাদেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে কেন্দ্র করে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী শক্তি বহুমাত্রিক চক্রান্ত করছে। এই অপশক্তি ২০১৪ সালে ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার জন্য দেশে-বিদেশে বিভিন্ন ধরনের তৎপরতা চালিয়েছিল। নির্বাচন বানচাল করতে না পেরে তারা সহিংসতা ও সন্ত্রাসের পথ অবলম্বন করেছিল। এবার নির্বাচনকে ঘিরে তারা যাতে সন্ত্রাস, মানুষ পুড়িয়ে হত্যা, নৈরাজ্য ও ধ্বংসাত্মক কার্যক্রম সৃষ্টি করতে না পারে সেজন্য মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
×