ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

১৯০ বস্তা চাল জব্দ

প্রকাশিত: ০৬:৩৯, ১৩ সেপ্টেম্বর ২০১৮

১৯০ বস্তা চাল জব্দ

নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ১২ সেপ্টেম্বর ॥ জামালপুর সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নে কালোবাজারে বিক্রি করা সরকারের ১০ টাকা কেজি মূল্যের খাদ্যবান্ধব কর্মসূচীর ১৯০ বস্তা চাল জব্দ করেছে সদর উপজেলা প্রশাসন। মঙ্গলবার রাতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম মাজহারুল ইসলাম এ অভিযান চালান। জব্দ করা চালগুলো এ কর্মসূচীর ঘোড়াধাপ ইউনিয়নে নিয়োজিত ডিলার ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিউর রহমানের বলে নিশ্চিত হয়েছে অভিযানকারী দলটি। ইয়াং বাংলা’ প্ল্যাটফর্মের সংবাদ সম্মেলন নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ১২ সেপ্টেম্বর ॥ তারুণ্যের সর্ববৃহৎ প্ল্যাটফর্ম ‘ইয়ং বাংলা’র পক্ষ থেকে বুধবার দুপুরে হবিগঞ্জে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ প্ল্যাটফর্মের হবিগঞ্জ ও সিলেট অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত কো-অর্ডিনেটর রেশমা জান্নাতুল রুমার সভাপতিত্বে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে আমন্ত্রিত অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফজলুল জাহিদ পাভেল, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম, সাংবাদিক রফিকুল হাসান চৌধুরী তুহিন, প্রদীপ দাশ সাগর, আইটি বিশেষজ্ঞ ও হবিগঞ্জ ইয়ং বাংলা প্ল্যাটফর্মের কর্ণধার সাইফুদ্দিন জাবেদ, সদস্য রাকুল দাশ, মৌলভীবাজারের মোহন রবী দাশ ও মিফতা লিটন। এ সময় জানানো হয়, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে দেশের আগামী কা-ারী তরুণ-তরুণীদের একত্রিত করার মাধ্যমে তাদের দক্ষতা ও পরিবেশ রক্ষায় টেকসই উন্নয়ন, তরুণদের জন্য খেলাধুলা ইত্যাদি ‘ইয়ং বাংলা’র মূল উদ্দেশ্য।
×