ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে বিএনপি অফিসে ছাত্রদলের হামলা ও ভাংচুর

প্রকাশিত: ০৬:৩৭, ১৩ সেপ্টেম্বর ২০১৮

চট্টগ্রামে বিএনপি অফিসে ছাত্রদলের হামলা ও ভাংচুর

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে কমিটি ঘোষণাকে কেন্দ্র করে বিরোধের জের ধরে বিএনপি কার্যালয়ে হামলা ও ভাংচুর চালিয়েছে ছাত্রদলের পদবঞ্চিত নেতা ও অনুসারীরা। বুধবার নগরীর নিউমার্কেট এলাকায় অবস্থিত দক্ষিণ জেলা শাখা কার্যালয়ে এ ঘটনা ঘটে। এদিকে, দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচী অনুযায়ী মহানগর বিএনপি কার্যালয়ে দুই ঘণ্টার প্রতীকী অনশন কর্মসূচী পালন করেছেন দলের নেতাকর্মীরা। এ উপলক্ষে আয়োজিত সমাবেশে নেতৃবৃন্দ বলেন, সুচিকিৎসা দূরের কথা, সরকার মেডিক্যাল বোর্ডের পরামর্শে জেল কোড অনুযায়ীও ব্যবস্থা নিচ্ছে না। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নিউমার্কেট এলাকায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির কার্যালয়ে অনশন কর্মসূচী পালন করেন নেতৃবৃন্দ। কর্মসূচীর পর পরই আচমকা ঘটে ভাংচুরের ঘটনা। দক্ষিণ জেলা ছাত্রদলের নতুন কমিটিতে স্থান না পাওয়া ক্ষুব্ধ নেতাদের সমর্থকরা এই ঘটনা ঘটায়। বিএনপি সূত্রে জানা যায়, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক জসিম উদ্দিন, অব্যাহতিপ্রাপ্ত সিনিয়র সহসভাপতি ইকবাল হালদার এবং পটিয়া থানা ছাত্রদলের সভাপতি জমির উদ্দিন মানিকের অনুসারীরা ভাংচুর চালিয়েছে কার্যালয়ে। সদ্য ঘোষিত কমিটিতে স্থান না পাওয়া বিক্ষুব্ধরা কার্যালয়ে চেয়ার ভাংচুর করে এবং ব্যানার ছিঁড়ে অফিস গেটে তালা লাগিয়ে দেয়। তবে বিএনপি নেতৃবৃন্দ বলেন, শেষের দিকে সামান্য অপ্রীতিকর ঘটনা ঘটলেও অনশন কর্মসূচী সুন্দরভাবে পালিত হয়েছে। এদিকে, নাসিমন ভবনের দলীয় কার্যালয়ে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে পালিত হয় প্রতীকী অনশন কর্মসূচী। এতে মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেন, সরকার বেগম খালেদা জিয়ার চিকিৎসার ক্ষেত্রে জেলকোডও মানছে না। বেগম জিয়া খুবই অসুস্থ। কিন্তু তার সুচিকিৎসায় কোন ব্যবস্থাই গ্রহণ করা হচ্ছে না। তিনি দলের চেয়ারপার্সনের মুক্তির দাবি করে বলেন, বেগম জিয়াকে ছাড়া জনগণ দেশে কোন নির্বাচন হতে দেবে না। নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, দলের কেন্দ্রীয় সদস্য শামসুল আলম, নগর বিএনপির সিনিয়রসহ সভাপতি আবু সুফিয়ান প্রমুখ।
×