ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

পরকীয়ায় বাধা দেয়ায় সাতক্ষীরায় স্ত্রীকে পিটিয়ে হত্যা

প্রকাশিত: ০৬:৩৫, ১৩ সেপ্টেম্বর ২০১৮

পরকীয়ায় বাধা দেয়ায় সাতক্ষীরায় স্ত্রীকে পিটিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ পরকীয়ায় বাধা দেয়ায় আশাশুনিতে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের জেলপেটুয়া গ্রামে ঘটনাটি ঘটে। নিহতের নাম দিপালী ম-ল (২৫)। তিনি আশাশুনি উপজেলার বাঁকড়া গ্রামের নির্মল সরকারের মেয়ে ও জেলপেটুয়া গ্রামের মনোজিত কুমার ম-লের স্ত্রী। নিহত দিপালী ম-লের বাবা নির্মল সরকার জানান, ৭ বছর আগে মেয়ে দিপালীর সঙ্গে মনোজিতের হিন্দু ধর্মীয় অনুসারে বিয়ে হয়। বিয়ের পর তাদের একটি পুত্রসন্তানের জন্ম হয়। সম্প্রতি জামাই মনোজিত ম-ল প্রতিবেশী গোয়ালডাঙ্গা গ্রামের তপন ম-লের মেয়ে মিতালী ম-লের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে। বিষয়টি জানাজানি হলে স্ত্রী দিপালী বাধা দেয়। এতে সে ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার রাতে দিপালীকে পিটিয়ে হত্যা করে। নিহতের বাবার অভিযোগ, বিষয়টি ভিন্নখাতে নেয়ার জন্য তার মেয়ের গলায় রশি দিয়ে ঝুলিয়ে আত্মহত্যা বলে প্রচার দেয়। এ ঘটনার পর থেকে মনোজিত পলাতক। কেরানীগঞ্জে গৃহবধূ নিজস্ব সংবাদদাতা কেরানীগঞ্জ থেকে জানান, কেরানীগঞ্জে বন্ধ ছাটগাঁও এলাকায় প্রবাসীর স্ত্রী সালমা বেগমের (৩৫) রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের ভাসুর, ননদসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। নিহতের বড় ভাই গোলাম হোসেন জানান, তার বোনের স্বামী মনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে সৌদি প্রবাসী। তাদের ৬ বছরের একটি ছেলে রয়েছে। মঙ্গলবার রাত ৮টার দিকে সালমা বাবার বাড়ি থেকে বন্দ ছাটগাঁও এলাকায় শ্বশুরবাড়ি যায়। রাত ৯টার দিকে সালমার দেবর সাইদ ফোনে তাকে জানান সালমা অসুস্থ, তাকে স্থানীয় সাজেদা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে সেখান থেকে মিটফোর্ড হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক সালমাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, তার বোনের কোন রোগবালাই ছিল না। সুস্থ অবস্থায় সে শ্বশুরবাড়িতে গিয়েছিল। এক ঘণ্টার মধ্যে কি এমন ঘটল যে সালমা মারা গেল। গোলাম হোসেনের অভিযোগ, শ্বশুরবাড়ির লোকজন পরিকল্পিতভাবে সালমাকে হত্যা করেছে। রূপগঞ্জে নারী-পুরুষ নিজস্ব সংবাদদাতা রূপগঞ্জ থেকে জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথকস্থান থেকে নারী-পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের কায়েতপাড়া এলাকা থেকে অজ্ঞাত এক মহিলার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অপরদিকে, উপজেলার বিরাবো এলাকার মন্দিরের মাঠ থেকে মামুন (৩৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। মামুন উপজেলার বিরাবো এলাকার মৃত আব্দুল হাইয়ের ছেলে। ওসি বলেন, বুধবার সকালে বিরাবো মন্দিরের মাঠে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। বগুড়ায় নারী মাদক বিক্রেতা স্টাফ রিপোর্টার বগুড়া থেকে জানান, শহরতলির মাটিডালি এলাকায় করতোয়া নদীর বেইলি ব্রিজের নিচে বুধবার দুপুরে আত্মগোপনে থাকা মাদক বিক্রেতা এক মহিলার লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম রীনা খাতুন (৩২)। সে এলাকার মুক্তার হোসেনের স্ত্রী। এলাকাবাসী জানায়, রীনা খাতুন ও তার মা এজেদা খাতুন এলাকার চিহ্নিত মাদক বিক্রেতা। তারা অনেক সম্পদ করেছে। পুলিশ এজেদা ও তার মেয়ে রীনাকে কয়েকবার গ্রেফতার করেছে। পুলিশ জানায়, করতোয়া নদীর তীর থেকে রীনা খাতুনের লাশ উদ্ধার করা হয়।
×