ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

খুরা রোগের প্রাদুর্ভাব

ঠাকুরগাঁওয়ে অনেক পশুর মৃত্যু

প্রকাশিত: ০৬:৩৪, ১৩ সেপ্টেম্বর ২০১৮

ঠাকুরগাঁওয়ে অনেক পশুর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ১২ সেপ্টেম্বর ॥ জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝারী, ঝাপরটুলি, চড়ইগেদী, শুঁটকিবস্তী, রত্নাই, বারসাসহ বিভিন্ন গ্রামে গরুর খুরা রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। সংক্রামক এই রোগের তীব্রতা এলাকায় ছড়িয়ে পড়ায় কৃষক দিশেহারা। আক্রান্ত গরুর মুখে ও পায়ে ঘা হওয়ায় খাবার খেতে পারছে না। এতে গরু দুর্বল হয়ে পড়ছে। কয়েক মাসে উপজেলার গ্রামগুলোতে দুই সহ¯্রাধিক গরু এ রোগে আক্রান্ত। দীর্ঘদিন রোগে ভোগার কারণে মারাও গেছে অনেক কৃষকের গরুবাছুর । এলাকাবাসীর অভিযোগ, খুরা রোগের ভ্যাকসিন না দেয়ায় প্রতিবছর এ রোগে আক্রান্ত হয়ে মারা যায় অসংখ্য গরু। একমাস ধরে এলাকার অধিকাংশ গরু খুরা রোগে আক্রান্ত হয়েছে। কিন্তু প্রাণিসম্পদ বিভাগের চিকিৎসক মাঠ পর্যায়ে না আসায় অনেকের গরু মারা যাচ্ছে। রোগ প্রতিরোধে ঝাড়ফুঁক, হাতুড়ি ডাক্তার ও কবিরাজি চিকিৎসা করছে ভুক্তিভোগীরা। পটিয়ায় ৩ দোকানকে জরিমানা নিজস্ব সংবাদদাতা,পটিয়া, ১২ সেপ্টেম্বর ॥ চট্টগ্রামের পটিয়ায় ভাতের হোটেল ও ২টি মিষ্টির দোকানকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপসচিব মনজুর মোহাম্মদ শাহরিয়ার অভিযান চালিয়ে ৩ দোকান থেকে জরিমানা আদায় করেন। ভাতের হোটেল পটিয়া আল মদিনাকে ২৫ হাজার টাকা, আদর্শ মিষ্টি ভা-ারকে ২৫ হাজার টাকা ও চন্দ মিষ্টি ভা-ারকে ১৫ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন।
×