ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরায় মা ও কৃষক খুন

প্রকাশিত: ০৬:২৪, ১২ সেপ্টেম্বর ২০১৮

সাতক্ষীরায় মা ও কৃষক খুন

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ মেয়ের রডের আঘাতে মা মমতাজ বেগম নিহত হয়েছেন। অপর ঘটনায় একটি ডোবা থেকে কৃষক গোপাল ঘোষের মরদেহ উদ্ধার করে পুলিশ। এই দুটি ঘটনা ঘটেছে সোমবার রাতে পাটকেলঘাটা থানার ঝড়গাছা ও নগরঘাটা গ্রামে। স্থানীয়রা জানান, নগরঘাটা গ্রামের স্বামী পরিত্যক্তা টুম্পা খাতুন পারিবারিক কলহের জেরে তার মা মমতাজ খাতুনকে রাতে ঝগড়ার এক পর্যায়ে রড দিয়ে সজোরে আঘাত করে। এতে মমতাজ খাতুন মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। তাকে খুলনার মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। অপরদিকে, ঝড়গাছা গ্রামের গোপাল ঘোষ সোমবার সকালে জমিতে ধান দেখার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। রাতে বাড়ির পাশে একটি বিলের ডোবায় তার মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ জানায়, তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে শ্বাসরোধে হত্যা করে ডোবায় ফেলে দেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খুলনায় শিক্ষক স্টাফ রিপোর্টার খুলনা অফিস থেকে জানান, নিখোঁজের ১৫ দিন পর ডোবা থেকে কিন্ডারগার্টেন স্কুল শিক্ষক কাজী তাসকিন হোসেন তয়নের লাশ (৩২) উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল ৭টার দিকে নগরীর বয়রা আনসার উদ্দিন সড়কের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করে খালিশপুর থানা পুলিশ। নিহত তাসকিন নগরীর মুজগুন্নী এলাকার কাজী তোতার ছেলে। পূর্ব বিরোধের জেরে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে। পুলিশ জানায়, গত ২৮ আগস্ট থেকে স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক কাজী তাসকিন হোসেন তয়ন নিখোঁজ ছিলেন। নিখোঁজের এ ঘটনায় তাকে অপহরণ করা হতে পারে এমন সন্দেহে পুলিশ সোমবার বিকেলে সাইফুল নামে এক যুবককে আটক করে। তার স্বীকারোক্তি অনুযায়ী মঙ্গলবার সকাল ৭টার দিকে বয়রা এলাকার একটি ডোবা থেকে তাসকিন হোসেন তয়নের মৃতদেহ উদ্ধার করা হয়। পাবনায় ব্যবসায়ী নিজস্ব সংবাদদাতা পাবনা থেকে জানান, রাতে নিখোঁজের পর সকালে গেঞ্জি ব্যবসায়ী চঞ্চল ইসলামের লাশ এলাকার এক ডোবা থেকে উদ্ধার করা হয়েছে। নিহত ব্যবসায়ী আটঘরিয়া উপজেলার দড়িনাজিরপুর গ্রামের নওশাদ প্রামাণিকের ছেলে। এলাকাবাসী জানিয়েছে, সোমবার রাতের খাবার খেয়ে ব্যবসায়ী চঞ্চল ইসলাম বাড়ির বাইরে এসে নিখোঁজ হন। সকালে এলাকার ব্যাঙগাড়ি সড়কের পাশের ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। সিরাজগঞ্জে বৃদ্ধ স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ থেকে জানান, সলঙ্গা থানা সংলগ্ন উত্তরপাড়া চিত্ত দত্তের বাঁশঝাড় থেকে মঙ্গলবার সকালে থানা পুলিশ অধীর চন্দ্র মুরারী (৫৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে। পরিবারের লোকজন জানান, সোমবার সন্ধ্যায় অধীর বাড়ি থেকে বাজারের উদ্দেশে বের হয়। রাতে বাড়িতে ফেরেনি। মঙ্গলবার সকাল ১০টার দিকে এলাকাবাসী বাঁশঝাড়ের পাশে তার লাশ দেখতে পায়। পরে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ মঙ্গলবার সকালে লাশ উদ্ধার করে।
×