ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জমি নিয়ে বিরোধের জের

হামলা-পাল্টা হামলা, যুবলীগ ও বিএনপি নেতা-নেত্রীসহ আহত চার

প্রকাশিত: ০৬:২৩, ১২ সেপ্টেম্বর ২০১৮

হামলা-পাল্টা হামলা, যুবলীগ ও বিএনপি নেতা-নেত্রীসহ আহত চার

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ১১ সেপ্টেম্বর ॥ শেরপুরে জমিসংক্রান্ত বিরোধ ও স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিবদমান দু’পক্ষের হামলা-পাল্টা হামলায় নুরজাহান বেগম (৫৫) নামে বিএনপিপন্থী এক সাবেক পৌর কাউন্সিলর ও আব্দুল খালেক (৩০) নামে এক যুবলীগ নেতাসহ ৪ জন আহত হয়েছেন। শহরের মীরগঞ্জ এলাকায় ওই হামলার ঘটনায় উভয়পক্ষ সদর থানায় পৃথক অভিযোগ দায়ের করলেও মঙ্গলবার বিকেল পর্যন্ত কোন মামলাতেই গ্রেফতার হয়নি কোন আসামি। জানা যায়, দীর্ঘদিন যাবত মীরগঞ্জ এলাকার একখ- জমি নিয়ে বিএনপি নেত্রী ও সাবেক পৌর কাউন্সিলর নূরজাহান বেগমের সঙ্গে প্রতিবেশী ফজু মিয়ার বিরোধ চলে আসছিল। এর জের ধরে রবিবার সন্ধ্যায় নামাজ পড়ার জন্য মীরগঞ্জ মসজিদে যাওয়ার পথে ফজু মিয়ার সঙ্গে নূরজাহানের মেয়ে রূপনার কথা কাটাকাটি এবং ফজু মিয়াকে লাঞ্ছিত করা হয়। খবর পেয়ে ফজু মিয়ার ছেলে আব্দুল খালেক সেখানে পৌঁছলে তার সাথে বাগবিত-ার এক পর্যায়ে আব্দুল খালেকের উপর হামলে পড়ে প্রতিপক্ষের লোকজন। ওই অবস্থায় সে গুরুতর আহত হয়। এক পর্যায়ে তা উভয় পক্ষের লোকজনদের মধ্যে হামলা ও সংঘর্ষে গড়ায়। ওইসময় নূরজাহানের মেয়ে সোহাগী ও রোজী আহত হয়। পরে আব্দুল খালেক ও সোহাগীকে হাসপাতালে ভর্তি করা হয়। ওই ঘটনার জের ধরে সোমবার রাত সাড়ে ৯টার দিকে শহরের বটতলা মোড়ে নুরজাহান বেগমকে একা পেয়ে প্রতিপক্ষের কয়েকজন যুবক তাকে বেধরক মারপিট করে। পরে তাকে প্রথমে জেলা সদর হাসপাতালে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হামলার শিকার নূরজাহান বেগম অভিযোগ করে বলেন, স্থানীয় বিরোধের জের ধরে ফজু মিয়ার ছেলে খালেকের নেতৃত্বে তাদের লোকজন তাদের বাড়িতে হামলা-ভাংচুর ও লুটপাট চালিয়েই ক্ষান্ত হয়নি, পরদিন রাতে শহরে আমাকে একা পেয়ে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দিয়েছে। ওই ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে তিনি বিচার দাবি করেন। অন্যদিকে হামলার অভিযোগ অস্বীকার করে আব্দুল খালেক বলেন, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে তার বৃদ্ধ পিতাকে নামাজ পড়ার প্রাক্কালে মসজিদের সামনে নাজেহাল করা অবস্থায় তাকে রক্ষার জন্য এগিয়ে যাওয়ামাত্রই ধারালো ক্ষুর ও লাঠিসোটা নিয়ে নূরজাহান বেগমের মেয়েরা তার উপর হামলা চালিয়ে তাকে আহত করেছে। অথচ ওই ঘটনাকে ভিন্নখাতে নিতে নিজেরাই নিজেদের ঘরবাড়ি ভাংচুর করে তাদের ওপর দায় চাপানোর চেষ্টা করছে।
×