ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

ওজনে কম দেয়ায় ওএমএসের চাল বিতরণ বন্ধ

প্রকাশিত: ০৬:২৭, ১১ সেপ্টেম্বর ২০১৮

ওজনে কম দেয়ায় ওএমএসের চাল বিতরণ বন্ধ

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ১০ সেপ্টেম্বর ॥ বড়াইগ্রামে পরিমাণে কম দেয়ার অভিযোগে অতিদরিদ্রদের মাঝে ১০ টাকা কেজির চাল বিতরণ কার্যক্রম বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার সকালে উপজেলার আহম্মেদপুর বাজার কেন্দ্রে এ ঘটনা ঘটে। যথাযথ কারণ দর্শাতে না পারলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে উপজেলা প্রশাসন থেকে জানানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার পারভেজ জানান, এ ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করাসহ সংশ্লিষ্ট ডিলারকে কারণ দর্শানো নোটিস দেয়া হবে। যথাযথ কারণ দর্শাতে না পারলে তার ডিলারশিপ বাতিল করাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে। জানা যায়, উপজেলার আহম্মেদপুর বাজার কেন্দ্রে ৫শ’ জন গ্রাহকের মাঝে ১০ টাকা কেজি দরের ওএমএসের (খোলা বাজারে বিক্রি) চাল বিতরণের উদ্বোধন করেন ইউএনও আনোয়ার পারভেজ। ইউএনও চলে যাওয়ার পর ডিলার ওয়াসিমুল বারী ওয়াসিমের বিতরণ করা চালের বস্তা নিয়ে উপকার ভোগীদের মাঝে সন্দেহের সৃষ্টি হয়। ৩শ’ টাকা দিয়ে কেনা ৩০ কেজি ওজনের কয়েক বস্তা চাল অন্যত্র ওজন করে প্রতি বস্তায় ২-৩ কেজি চাল কম দেখতে পান তারা। এ সময় তারা ডিলারের কাছে এর প্রতিবাদ করলে উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পান। পরে তিনি বিষয়টি ইউএনও এবং খাদ্য কর্মকর্তাকে জানালে তারাও সেখানে গিয়ে অভিযোগের প্রমাণ পেয়ে চাল বিতরণ কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন। একই সঙ্গে সেখানে থাকা চালগুলো জব্দ করেন। উপজেলা খাদ্য কর্মকর্তা মোখলেছ আল আমিন জানান, খাদ্য গুদাম থেকে নেয়ার পর ৩০ কেজি ওজনের প্রতিটি বস্তার মেশিনের সেলাই কেটে চাল সরিয়ে বস্তার মুখগুলো হাতে সেলাই করা হয়েছে। এই অপকর্ম ডিলারই করেছেন বলে মনে হচ্ছে।
×