ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

খালেদার চিকিৎসার জন্য রিট করলেও শুনানি করেননি আইনজীবীরা

প্রকাশিত: ০৬:২১, ১১ সেপ্টেম্বর ২০১৮

খালেদার চিকিৎসার জন্য রিট করলেও শুনানি করেননি আইনজীবীরা

স্টাফ রিপোর্টার ॥ বিশেষায়িত হাসপাতালে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিশেষ বোর্ড গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করলেও শুনানি করেননি তার আইনজীবীরা। সোমবার খালেদা জিয়ার আইনজীবী সময় চেয়ে আবেদন করলে ‘নট টু ডে’ (আজ নয়) বলে আদেশ দেন বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি সোহেল আহমেদের হাইকোর্ট বেঞ্চ। আদালতে আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল। রাষ্ট্রপক্ষে ছিলেন, ডেপুটি এ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান খোকন। আবেদনটি শুনানির জন্য আদালতের কার্যতালিকায় ৬৫ নম্বরে ছিল। তবে শুনানির প্রস্তুতির জন্য আরও সময় প্রয়োজন উল্লেখ করে সোমবার আদালতে সময় আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল। এরপর আদালত সময় আবেদনটি মঞ্জুর করে ‘নট টুডে’ আদেশ দেন। দেশের বিশেষায়িত কোন হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসা চেয়ে হাইকোর্টের রিট আবেদন করেন তার আইনজীবীরা। গত ৯ সেপ্টেম্বর রিট দায়েরের পর ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেন, রিটে বিশেষায়িত কোন হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসার নির্দেশ এবং এ বিষয়ে কারা কর্তৃপক্ষকে পদক্ষেপ নিতে নির্দেশনা চাওয়া হয়েছে। রিটে স্বরাষ্ট্র সচিব, কারা মহাপরিদর্শক, ঢাকা জেলা প্রশাসক ও জেলা সিভিল সার্জনসহ মোট ছয়জনকে বিবাদী করা হয়েছে।
×