ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে চায় ব্রুনাই

প্রকাশিত: ০৪:৪৭, ১০ সেপ্টেম্বর ২০১৮

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে চায় ব্রুনাই

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশের সঙ্গে বিদ্যমান বাণিজ্য বাড়াতে বিশেষ আগ্রহ প্রকাশ করেছে ব্রুনাই। এফবিসিসিআই (ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি) নেতৃবৃন্দের সঙ্গে ব্রুনাইয়ের সফররত এক প্রতিনিধিদলের সভায় রবিবার এসব আলোচনা করা হয়। ব্রুনাই প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন ব্রুনাইয়ের পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের উর্ধতন সচিব মিসেস সিটি নোরিশান আব্দুল গাফর। এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম (মহিউদ্দিন) সভায় সভাপতিত্ব করেন। আলোচনায় এফবিসিসিআই পরিচালক মিসেস শারিতা মিল্লাত, মিসেস প্রীতি চক্রবর্তী, এসএম শফিউজ্জামান, মোঃ নিজামউদ্দিন, কোহিনুর ইসলাম, কাজি বেলায়েত হোসেন ও হাফেজ হারুন অর রশিদ অংশ নেন। এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম (মহিউদ্দিন) ব্রুনাই প্রতিনিধি দলকে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। তিনি বলেন, গত কয়েক বছর ধরেই বাংলাদেশের প্রবৃদ্ধি ধারাবাহিকভাবে ৬ শতাংশ হারে অর্জিত হচ্ছে, যা গত দু’বছরে ৭ শতাংশে উন্নীত হয়েছে। নিম্ন মধ্যম আয়ের দেশ থেকে আগামী ২০২১ সালের মধ্যেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হতে যাচ্ছে বলে এফবিসিসিআই সভাপতি উল্লেখ করেন। বাংলাদেশ সরকারের আকর্ষণীয় বিনিয়োগ সুবিধা গ্রহণ করে তিনি ব্রুনাই ব্যবসায়ীদের বাংলাদেশের সম্ভাবনাময় বিভিন্ন খাতে বিনিয়োগের আহ্বান জানান। এফবিসিসিআই সভাপতি ওষুধ, হিমায়িত খাদ্য ও স্বাস্থ্য খাতে যৌথ বিনিয়োগের জন্য ব্রুনাই প্রতিনিধি দলকে আহ্বান জানান। গনিম ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. নূর রহমান এবং ব্রুনাইয়ের বিদেশী বিনিয়োগ উন্নয়ন প্রকল্পের ব্যবস্থাপক ফেরদৌস হাজী আব্দুল কাদের প্রতিনিধিদলের পক্ষে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন। উপস্থাপিত প্রবন্ধে তারা আসিয়ানের শক্তিশালী সদস্য হিসেবে ব্রুনাই এ অঞ্চলে বাণিজ্যিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার বলে উল্লেখ করেন। তারা বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য উন্নয়নের বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করেন। উল্লেখ্য, ২০১৭-১৮ অর্থবছরে বাংলাদেশ ১.১১ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য ব্রুনাইয়ে রফতানি করে এবং ব্রুনাই থেকে ০.১১ মিলিয়ন ডলারের পণ্য আমদানি করে। ব্রুনাইয়ে বাংলাদেশের রফতানিযোগ্য পণ্যগুলো হচ্ছে কৃষিজাত পণ্য, হোম টেক্সটাইল, প্লাস্টিক ও প্লাস্টিক সামগ্রী এবং নিটওয়্যার। আর ব্রুনাই থেকে মূলত কেমিক্যাল পণ্য এবং ইথিলিন পলিমার আমদানি করা হয়।
×