ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চাঁপাইয়ে জাল টাকা তৈরির সরঞ্জামসহ আটক ১

প্রকাশিত: ০৬:৫৪, ৯ সেপ্টেম্বর ২০১৮

চাঁপাইয়ে জাল টাকা তৈরির সরঞ্জামসহ আটক ১

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার টিকরামপুর মহল্লা থেকে শুক্রবার সন্ধ্যায় ৭০ লাখ ১৫ হাজার ভারতীয় জাল রুপী ও ৩ লাখ জাল টাকা এবং টাকা তৈরির সরঞ্জামসহ এক যুবককে আটক করেছে র‌্যাব। আটককৃত যুবক হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চাঁদলাই জোড়বাগান মহল্লার আকবর আলীর ছেলে রুবেল ইসলাম । সে গোদাগাড়ী ডিগ্রী কলেজের অনার্স ৩য় বর্ষের ছাত্র। র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ কার্যালয় শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টিকরামপুর মধ্যপাড়ার নুরুল ইসলামের বাড়িতে অভিযান পরিচালনা করে র‌্যাব। এ সময় সেখান থেকে ৭০ লাখ ১৫ হাজার ভারতীয় জাল রুপী, ৩ লাখ জাল টাকা, ও ২টি ল্যাপটপসহ টাকা ও জাল রুপী তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপারে কড্ডায় শহীদ এম মনসুর আলী স্টেশন এলাকায় শুক্রবার রাতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩৭) মৃত্যু হয়েছে। সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশ জানান, রাত সাড়ে ৯টার দিকে ঢাকা থেকে সিরাজগঞ্জগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। চট্টগ্রামে যুবক হত স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নগরীর খুলশী এলাকায় এক যুবক নিহত হয়েছে। তার নাম আবদুস শুক্কুর (২২)। শুক্রবার রাতে পশ্চিম খুলশী এলাকায় এ ঘটনা ঘটে। রাত ১১টার পর তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সকালে তার মৃত্যু হয়। জানা গেছে, দুই গ্রুপের মধ্যে এক গ্রুপের নেতৃত্বে ছিল আবদুস শুক্কুর। প্রতিপক্ষের সঙ্গে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। শুক্রবার রাতে মারামারির ঘটনা ঘটে। এতে শুক্কুর গুরুতর জখম হয় পরে তার মৃত্যু হয়।
×