ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফরিদপুরে ট্রাকচাপায় পরিচ্ছন্নতাকর্মী নিহত

প্রকাশিত: ০৬:৫৩, ৯ সেপ্টেম্বর ২০১৮

ফরিদপুরে ট্রাকচাপায় পরিচ্ছন্নতাকর্মী নিহত

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ৮ সেপ্টেম্বর ॥ ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক যুবক পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছে। শনিবার সকাল সোয়া ৭টার দিকে শহরের ঝিলটুলী মহল্লায় মা ও শিশুকল্যাণ কেন্দ্রের সামনে ফরিদ শাহ্ সড়কে এ ঘটনা ঘটে। নিহত পরিচ্ছন্নতাকর্মী মোঃ ফয়সাল খান (২২) শহরের রেলস্টেশন সংলগ্ন মুসলিম সুইপার কলোনির বাসিন্দা মোঃ আলমগীর খানের ছেলে। দুই ভায়ের মধ্যে ফয়সাল বড়। ঘটনার দুই প্রত্যক্ষদর্শী জানায়, সকালে ওই পরিচ্ছন্নতাকর্মী মা ও শিশু কল্যাণ কেন্দ্রের সামনের সড়কের নর্দমা থেকে ময়লা সংগ্রহ করছিল। পাশের পৌরসভার ময়লাবাহী ট্রাকটি দাঁড়ানো ছিল। ফয়সাল ময়লা এনে ট্রাকে ঢেলে দেয়ার পর ট্রাকে ওঠার চেষ্টা করে। ওই ট্রাকের পিছনের দিকের চাকায় পিষ্ট হয়ে আহত হন । এলাকাবাসী ফয়সালকে উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। সুন্দরগঞ্জে এক ব্যক্তি নিজস্ব সংবাদদাতা গাইবান্ধা থেকে জানান, সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের ছানোয়ারের মোড় এলাকায় শনিবার দুপুরে সড়ক দুর্ঘটনায় জিতেন্দ্র নাথ সাহা (৪৮) নিহত হয়েছেন। তিনি ওই উপজেলার দহবন্দ ইউনিয়নের ঝিনিয়া সাহাপাড়া গ্রামের দেবেন্দ্র নাথ সাহার ছেলে। নওগাঁয় আরোহী নিজস্ব সংবাদদাতা নওগাঁ থেকে জানান, শনিবার বেলা সোয়া ১১টার দিকে মান্দায় যাত্রীবাহী একটি মাইক্রোবাসের চাপায় মমতাজ হোসেন ওরফে মন্টু (৪৮) নামে এক সাইকেলআরোহী নিহত হয়েছে। নওগাঁ-রাজশাহী মহাসড়কের মোহাম্মদপুর মোড়ের অদূরে এ দুর্ঘটনা ঘটে। নিহত মন্টু উপজেলার বড়মুল্লুক গ্রামের মৃত মহির উদ্দিনের পুত্র। ঘটনায় মাইক্রোবাসসহ চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। ঝিনাইদহে অজ্ঞাত ব্যক্তি নিজস্ব সংবাদদাতা ঝিনাইদহ থেকে জানান, ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের হাটগোপালপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত (৫০) এক ব্যক্তি নিহত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলার হাটগোপালপুর বসুন্ধরা ইট ভাঁটির সামনে এ দুর্ঘটনা ঘটে।
×