ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আহত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন দুদক চেয়ারম্যান

প্রকাশিত: ০৩:৫৯, ৮ সেপ্টেম্বর ২০১৮

  আহত শিশুর চিকিৎসার দায়িত্ব  নিলেন দুদক চেয়ারম্যান

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ৭ সেপ্টেম্বর ॥ উঁচু গাছের মগডালের বাসায় পাখির ছানা ফিরিয়ে দিতে গিয়ে শিশু লিয়ন মাটিতে পড়ে গুরুতর আঘাত পেয়ে অজ্ঞান ছিল প্রায় তিন মাস। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী এই লিয়ন রায়ের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। উন্নত চিকিৎসার জন্য তাকে শুক্রবার ঢাকায় পাঠানো হয়েছে। গত ১৮ মে মাটিতে পড়ে যাওয়া একটি টিয়া পাখির ছানা বাসায় ফিরিয়ে দিতে গিয়ে গাছ থেকে পড়ে যায় লিয়ন। এতে লিয়ন মাথা ও হাতে আঘাত পেয়ে জ্ঞান হারিয়ে ফেলে। প্রথমে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ও পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৬ দিন চিকিৎসা নিয়ে হাঁপিয়ে উঠে লিয়নের পরিবার। সেখানকার চিকিৎসকেরা শিশুটিকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতাল অথবা ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স হাসপাতালে নিয়ে চিকিৎসা দিতে পরামর্শ দেন। কিন্তু সেখানে খরচের কথা ভেবে ঠাকুরগাঁওয়ে ফিরে আসে পরিবারটি। শিশুটিকে আবার ভর্তি করে দেয়া হয় ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে। সেই থেকে কেটে গেছে প্রায় তিন মাস।
×