ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

রাসিকের ভোট বাতিল চেয়ে বুলবুলের মামলা

প্রকাশিত: ০৮:১২, ৭ সেপ্টেম্বর ২০১৮

রাসিকের ভোট বাতিল চেয়ে বুলবুলের মামলা

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) নির্বাচনের ৩৮ দিন পর ফল বাতিল চেয়ে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেছেন বিএনপির পরাজিত প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল। বৃহস্পতিবার তিনি তার আইনজীবীর মাধ্যমে মামলাটি করেন। মামলায় নির্বাচনে বিভিন্ন অসঙ্গতি, ক্ষমতাসীনদের কেন্দ্র দখল, নির্ধারিত সময়ের আগেই মেয়র পদের ব্যালট শেষ হয়ে যাওয়ার অভিযোগ আনা হয়েছে। মামলার সত্যতা নিশ্চিত করে বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল রাতে জানান, তিনি মামলাটি করেছেন। তার পক্ষে এ্যাডভোকেট আবুল কাশেম ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন। গত ৩০ জুলাইয়ের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন এক লাখ ৬৫ হাজার ৯৬ ভোট পান। তার নিকটতম প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল পান ৭৭ হাজার ৭০০ ভোট। এরই মধ্যে গত বুধবার শপথ গ্রহণ করেছেন নির্বাচিত প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন এবং নির্বাচিত কাউন্সিলররা।
×