ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চাঁপাইয়ে আবারও বালু উত্তোলন ॥ ঝুঁকিতে দুই সেতু

প্রকাশিত: ০৪:৩৭, ৭ সেপ্টেম্বর ২০১৮

চাঁপাইয়ে আবারও বালু উত্তোলন ॥ ঝুঁকিতে দুই সেতু

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে তিন নদীতে বালু উত্তোলনে ঝুঁকিপূর্ণ ভাসমান ড্রেজার ‘বলগেড’ কয়েকশত এসে পড়েছে। এরা শেখ হাসিনা ও শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর বীরশ্রেষ্ঠ সেতু দুটিকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। এদের মদদ দিচ্ছে বেশ কিছু নব্য ভূমিদস্যু। এরা বারঘরিয়া অঞ্চলে নিচু জলায়শ ভরাট করে প্লটের মাধ্যমে (হাউসিং ব্যবসা) বিক্রি করছে। এরা পাগলা ও পুণর্ভবা থেকেও বালি উত্তোলন করছে। মাস্টারবিহীন এসব বালু উত্তোলনকারী বলগেডে নেই কোন অগ্নিনির্বাপক যন্ত্র এবং সার্ভে রেজিস্ট্রেশন। যার কারণে বালু উত্তোলনের সময়ে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা খুবই বেশি। আর দুর্ঘটনা ঘটলে একাধিক ব্যক্তির প্রাণনাশ হবে। মেরিন আইনে এগুলো ঝুঁকিপূর্ণ নৌযান বলে তারা ঘোষণা দিয়েছে। শেখ হাসিনা সেতু হতে শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর বীরশ্রেষ্ঠ সেতুর দূরত্ব ১৫ কিলোমিটার। আর শহীদ ক্যাপ্টেন জাহাঙ্গীর বীরশ্রেষ্ঠ সেতু হতে মল্লিকপুর পর্যন্ত ১৮ কিলোমিটার। মহানন্দার এই ৩৩ কিলোমিটারের মধ্যে বালু উত্তোলন করছে ৪০-এর অর্ধিক বলগেড। অর্থাৎ প্রায় ৩৩ কিলোমিটারের ২২ পয়েন্ট থেকে অবৈধ বালু আহরণ করায় হাসপাতাল রোড থেকে হুজরাপুর ও বিজিবি ক্যাম্প হয়ে ৩২টি মহল্লা নদীগর্ভে বিলীন হবার সম্ভাবনা দেখা দিয়েছে। গতবছর বিজিবি ক্যাম্প সংলগ্ন বেশ কয়েকটি মহল্লার মাটিত ফাটল দেখা দেয়ায় জনগণ আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। এদিকে মহানন্দার শহীদ ক্যাপ্টেন জাহাঙ্গীর বীরশ্রেষ্ঠ সেতুর বেশ কয়েকটি স্থানে ফাটল ধরেছে।
×