ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিএনপির দুই দিনের কর্মসূচী

প্রকাশিত: ০৪:৪০, ৬ সেপ্টেম্বর ২০১৮

খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিএনপির দুই দিনের  কর্মসূচী

স্টাফ রিপোর্টার ॥ খালেদা জিয়ার মুক্তির দাবি ও কারাগারে আদালত স্থানান্তরের প্রতিবাদে দুই দিনের কর্মসূচী ঘোষণা করেছে বিএনপি। বুধবার দুপুর ও বিকেলে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে দুই দফায় সংবাদ সম্মেলন করে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এই কর্মসূচী ঘোষণা করেন। কর্মসূচীর মধ্যে রয়েছে ৮ সেপ্টেম্বর সারাদেশের সকল মহানগর ও জেলায় প্রতিবাদ সমাবেশ, ১০ সেপ্টেম্বর বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত সকল মহানগর ও জেলায় মানববন্ধন এবং ১২ সেপ্টেম্বর রাজধানীসহ সারাদেশে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রতীকী অনশন পালন। রাজধানীতে মানববন্ধন জাতীয় প্রেসক্লাবের সামনে এবং অনশন কর্মসূচীর জন্য ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন ও মহানগর নাট্যমঞ্চের অনুমতি চাওয়া হবে। যেখানে অনুমতি পাওয়া যাবে, সেখানে এই কর্মসূচী অনুষ্ঠিত হবে। রিজভী বলেন, বর্তমান সরকার সম্পূর্ণ গণবিরোধী। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন যাতে আবারও ভোটারবিহীন ও একতরফা করা যায় সেজন্য বিনা কারণে নানা ধরনের হিংসা-প্রতিহিংসায় মাতোয়ারা হয়ে উঠেছে। এছাড়া নানাভাবে উস্কানিমূলক বক্তব্য ও পুলিশী শক্তির যথেচ্ছ ব্যবহারে রাজনৈতিক পরিবেশ সংঘাতময় করার চেষ্টা করছে।
×