ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম বন্দরে চীন থেকে কাগজের বদলে এসেছে বালি-মাটি ভর্তি কন্টেনার

প্রকাশিত: ০৪:৩৭, ২ সেপ্টেম্বর ২০১৮

 চট্টগ্রাম বন্দরে চীন থেকে  কাগজের বদলে এসেছে  বালি-মাটি ভর্তি কন্টেনার

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বিদেশ থেকে পণ্য আমদানির ক্ষেত্রে কর ফাঁকিসহ নানামুখী অনিয়মের ঘটনা রয়েছে। ঘোষিত এক পণ্যের বদলে অন্য পণ্য নিয়ে আসা, এইচএস কোড জালিয়াতি, আন্ডার-ইনভয়েসিংসহ নানা কারসাজি রয়েছে। আবার কখনও কখনও কোন পণ্য না পাঠিয়ে মাটি, ইট, বালি, কংকর, ছেড়া কাগজ আসার ঘটনাও বিভিন্ন সময়ে ঘটছে। এমনই একটি ঘটনায় চীন থেকে ২০ টিইইউএস কন্টেনারে এসেছে বালি ও মাটি। আসার কথা ছিল ১৯ হাজার ৬৫৬ কেজি ডবল এ-ফোর কাগজ। শনিবার দুপুরে চট্টগ্রাম বন্দরের নিউমুুরিং কন্টেনার টার্মিনালে কায়িক পরীক্ষাকালে এ ঘটনা ধরা পড়ে। ঢাকার বনানীর প্রগ্রেস ইনপ্যাকস লিঃ নামের এক আমদানিকারকের এই চালানটি এসেছে। চট্টগ্রাম কাস্টম হাউসের সূত্র জানায়, ঘোষণা ছিল কাগজের। এসেছে বালি, মাটি। এগুলো জব্ধ করা হয়েছে। এ ঘটনায় আমদানির বিপরীতে বৈদেশিক মুদ্রা পাচারের ঘটনা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে চালানটি শুল্কায়ন ভেল্যু ছিল ১২ লাখ ৯৩ হাজার ৪১০ টাকা। শুল্কবাবদ ইতোমধ্যে ৭ লাখ ৮৮হাজার ৩৭২ টাকা পরিশোধও করা হয়েছে।
×