ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

বাস থেকে ফেলে যুবক হত্যা, দায়ীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০৫:২৮, ৩০ আগস্ট ২০১৮

বাস থেকে ফেলে  যুবক হত্যা, দায়ীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামের সিটি গেট এলাকায় চলন্ত বাস থেকে ফেলে রেজাউল করিম রনিকে হত্যার প্রতিবাদে এবং দায়ীদের গ্রেফতারের দাবিতে বুধবার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে স্থানীয় অধিবাসীরা। রনির স্বজনসহ সকল স্তরের মানুষ এতে অংশ নেয়। তারা অবিলম্বে চালক ও সহকারীকে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। এদিকে, সিএমপির আকবর শাহ থানায় গত মঙ্গলবার রাতে বাসের চালক ও সহকারীকে আসামি করে মামলা দায়ের হলেও কাউকে গ্রেফতার করতে পারে নি পুলিশ। সিএমপির আকবর শাহ থানার পুলিশ জানায়, রনির মামা আবদুর রহমান বাদী হয়ে মঙ্গলবার মামলা দায়ের করেন। এতে আসামি করা হয়েছে বাসচালক দিদারুল আলম এবং তার সহকারী মোঃ মানিককে। মামলায় গুরুতর আঘাতে হত্যার অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে। উল্লেখ্য, গত ২৭ আগস্ট বিকেলে ভাড়া নিয়ে বাকবিত-ার একপর্যায়ে সিটি গেট কালিরঘাট এলাকায় যাত্রী রনিকে ধাক্কা দিয়ে ফেলে চাকায় পিষ্ট করে হত্যা করা হয়। নগরীর ৪ নম্বর রুটে চলাচলকারী লুসাই পরিবহনের একটি বাস এ ঘটনা ঘটায়। এরপর যাত্রীদের রোষের মুখে পালিয়ে যায় চালক ও সহকারী। এ ঘটনায় স্থানীয় লোকজন প্রায় একঘণ্টার জন্য সড়কে অবরোধ সৃষ্টি করে। পরে দোষীদের গ্রেফতারের আশ্বাস দিয়ে পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে আনতে সক্ষম হয় পুলিশ। নিহত রনি ওই এলাকার মার্কিন প্রবাসী অলি উল্লাহর পুত্র। তার দেড় বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে। তাদেরও যুক্তরাষ্ট্রে পাড়ি দেয়ার কথা ছিল।
×