ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মাদার তেরেসা রত্ন সম্মাননা পাচ্ছেন বঙ্গবন্ধু

প্রকাশিত: ০৫:২৬, ২৭ আগস্ট ২০১৮

মাদার তেরেসা রত্ন সম্মাননা পাচ্ছেন বঙ্গবন্ধু

বিডিনিউজ ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম বারের মতো মাদার তেরেসা রত্ন সম্মাননা পাচ্ছেন। বঙ্গবন্ধুকে মরণোত্তর এ সম্মানে ভূষিত করা হবে। কলকাতার সত্যজিৎ রায় অডিটরিয়ামে রবিবার মাদার তেরেসার ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে ১৯তম আন্তর্জাতিক মাদার তেরেসা এ্যাওয়ার্ড মঞ্চে এ ঘোষণা দেন। কমিটির চেয়ারম্যান এ্যান্টনি অরুণ বিশ্বাস। তিনি বলেন, ২০০১ সালে মাদার তেরেসা এ্যাওয়ার্ড সোনারগাঁও হোটেলে আমি নিজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দিই। এরপর বহু বিশিষ্টজন কলকাতায় এসে এই এ্যাওয়ার্ড নিয়েছেন। আমরা ঠিক করেছি ’১৯ সাল থেকে মাদার তেরেসা এ্যাওয়ার্ডের পাশাপাশি মাদার তেরেসা রত্ন সম্মাননা চালু করব। ‘প্রথম মরণোত্তর মাদার তেরেসা রত্ন সম্মাননা দেয়া হবে বঙ্গবন্ধুকে। এ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আমাদের কথা হয়েছে। তিনি বলেছেন, কলকাতায় গিয়ে নেয়া সম্ভব নয়। আপনারা যদি বাংলাদেশে এসে এই সম্মাননা দেন তাহলে আমি ও আমার বোন শেখ রেহানা সাদরে গ্রহণ করব।’ কমিটি চেয়ারম্যান এ্যান্টনি অরুণ বিশ্বাস বলেন, গত ১৮ বছর ধরে সমাজের বিশিষ্টজনদের এ সম্মাননা দেয়া হচ্ছে। তাপস ও মুন্নী পেলেন মাদার তেরেসা আন্তর্জাতিক পুরস্কার ॥ গানবাংলা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান উইন্ড অব চেঞ্জের ‘মিউজিক ফর পিস’ প্রজেক্টের জন্য পুরস্কৃত হলেন কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নী। গানবাংলা টিভির দুই অধিকর্তা তাপস-মুন্নী অর্জন করলেন ‘মাদার তেরেসা আন্তর্জাতিক পুরস্কার-২০১৮’। রবিবার দুপুরে এই পুরস্কার গ্রহণ করেন তারা।
×