ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

জয় দিয়ে শুরু বেয়ার্ন মিউনিখের

প্রকাশিত: ০৬:২৪, ২৬ আগস্ট ২০১৮

জয় দিয়ে শুরু বেয়ার্ন মিউনিখের

স্পোর্টস রিপোর্টার ॥ জয় দিয়েই জার্মান বুন্দেসলিগার শিরোপা ধরে রাখার মিশন শুরু করেছে বেয়ার্ন মিউনিখ। শুক্রবার টুর্নামেন্টের প্রথম ম্যাচে তারা ৩-১ গোলে নাটকীয়ভাবে হারিয়েছে হফেনহেইমকে। বেয়ার্নের হয়ে গোল তিনটি করেছেন দলের অভিজ্ঞ তিন তারকা থমাস মুলার, রবার্ট লেভানডোস্কি এবং আরিয়েন রোবেন। এই ম্যাচ দিয়েই বেয়ার্ন মিউনিখের কোচ হিসেবে মিশন শুরু করেছেন নিকো কোভাচ। লীগের প্রথম ম্যাচে পূর্ণ তিন পয়েন্ট জিতেই নতুন মৌসুম শুরু করলেন তিনি। ফলাফল দেখলে একতরফা ম্যাচ হয়েছে বলেই ধরে নিতে পারেন অনেকে। কিন্তু না লীগের প্রথম ম্যাচটা বেশ নাটকীয়ভাবেই শেষ হয়েছে। এ্যালিয়েঞ্জ এ্যারেনায় উপস্থিত দর্শকরা ভালভাবেই উপভোগ করেছেন ২০১৮-১৯ মৌসুমের প্রথম ম্যাচটা। যদিওবা প্রথমার্ধের ২৩ মিনিটেই এগিয়ে যায় জার্মান বুন্দেসলিগার টানা ষষ্ঠ শিরোপাজয়ী বেয়ার্ন। হেডে গোল করে স্বাগতিক সমর্থকদের প্রথমবার আনন্দে ভাসার উপলক্ষ এনে দেন থমাস মুলার। জার্মান তারকার এই গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বেয়ার্ন মিউনিখ। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই স্বাগতিক সমর্থকদের স্তব্দ করে হফেনহেইমকে সমতায় ফেরান এ্যাডাম সজালাই। এরপর ৮১ মিনিট পর্যন্ত কোন দলই গোলের দেখা পায়নি। এই কারণে সমতায় ম্যাচটি শেষ হবে বলে ধরে নিয়েছিলেন অনেকেই। কিন্তু বুন্দেসলিগার প্রথম ম্যাচের নাটকীয়তা যে তখনও বাকি। দ্বিতীয়ার্ধের ৮২ মিনিটে পেনাল্টিতে গোল করে বেয়ার্ন মিউনিখকে এগিয়ে দেন পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডোস্কি। দ্বিতীয় প্রচেষ্টায় গোল করেন তিনি। পেনাল্টিতে প্রথমবার লেভানডোস্কি শট নিলে তা রুখে দেন প্রতিপক্ষের গোলরক্ষক। তবে আরিয়েন রোবেন তা গোলে পরিণত করেন। কিন্তু ভিডিও এ্যাসিসটেন্ট রেফারি (ভিএআর) তা বাতিল করে দেন অফসাইড বলে। পরবর্তীতে আবারও শট নিতে দেয়া হয় লেভানডোস্কিকে। এবার আর ভুল না করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন বেয়ার্নের এই পোলিশ স্ট্রাইকার। ম্যাচের ৯০ মিনিটে আবারও প্রতিপক্ষের জালে বল জড়ান দলের অভিজ্ঞ স্ট্রাইকার আরিয়েন রোবেন। এর ফলে ৩-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে জার্মান বুন্দেসলিগার বর্তমান চ্যাম্পিয়নরা। তবে হফেনহেইমের বিপক্ষে এগিয়ে যাওয়া দ্বিতীয় গোলটি নিয়ে আপত্তি রয়েছে সফরকারীদের। হফেনহেইমের দাবি দলের রক্ষণসৈনিক হাভার্ড নোর্ডভেইট ফ্রাঙ্ক রিবেরিকে যেভাবে ট্যাকল করেছে তা মোটেও পেনাল্টির যোগ্য নয়। অন্যদিকে স্প্যানিশ লা লিগায় শুক্রবার দুটি ম্যাচ ছিল। দিনের প্রথম ম্যাচে গেটাফে ২-০ গোলে পরাজিত করেছে এইবারকে। অন্য ম্যাচে লেগানেস ২-২ ব্যবধানে ড্র করেছে রিয়াল সোসিয়েদাদের সঙ্গে।
×