ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

সিডি চয়েসের ঈদ আয়োজন

প্রকাশিত: ০৪:৩৭, ১৯ আগস্ট ২০১৮

সিডি চয়েসের ঈদ আয়োজন

স্টাফ রিপোর্টার ॥ দেশের অন্যতম জনপ্রিয় অডিও ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েস। জনপ্রিয় শিল্পীদের পাশাপাশি নতুন এবং সম্ভাবনাময় তরুণ শিল্পীদের এ্যালবাম এবং মিউজিক ভিডিও সারা বছরই প্রকাশ করে থাকে প্রতিষ্ঠানটি। এছাড়া সম্প্রতি নাটক প্রযোজনাও করছে প্রতিষ্ঠানটি। তবে প্রতি বছর ঈদ উপলক্ষে বিশেষ বিশেষ এ্যালবাম প্রকাশ করে সিডি চয়েস। সেই ধারাবাহিকতায় এবারেরও কিছু এ্যালবাম ও নতুন সলো গান প্রকাশ করেছেন প্রতিষ্ঠানটি। ঈদ-উল-আজহা উপলক্ষে প্রকাশ হওয়া কিছু এ্যালবাম ও সিঙ্গেল ট্রাকের তথ্য নিয়ে এ প্রতিবেদন। অডিও এ্যালবাম : কাজী শুভর কণ্ঠে একক গান ‘দেখলে বাঁচি নইলে মরি’। কথা ও সুর শাহ্ নুর জালাল। সঙ্গীত রাফি মোহাম্মদ। কাজী শুভর কণ্ঠে একক গান ‘যাইয়োনা বন্ধু’। কথা হুমায়ুর কবির। সুর কাজী শুভ। সঙ্গীত রাফি মোহাম্মদ। শহীদের কণ্ঠে একক গান ‘বঙ্গবন্ধুর সৈনিক’। কথা ফয়সাল রাব্বিকীন। সুর ও সঙ্গীত রোজোয়ান শেখ। শেখ মিলনের কণ্ঠে একক গান ‘পিতা’। কথা, সুর ও সঙ্গীত শেখ মিলন। মিলন, ইমরান ও কাজী শুভর মিক্সড এ্যালবাম ‘মিলন হলো এতদিনে ৩’। গীতিকার স্নেহাশীষ ঘোষ। সব গানের সুর করেছে মিলন এবং সব গানের সঙ্গীত এমএমপি রনি। গানের সংখ্যা ৩টি। গানের শিরোনাম শর্তহীন ভালবাসা, আকাশ ভেঙে পড়ছে ও তোমায় ভালবাসি । কাজী শুভর কণ্ঠে একক গান ‘দুনিয়া’। কথা মীর মামুন হোসেন। সুর ও সঙ্গীত জি এম রহমান রনি। রেহানের কণ্ঠে একক গান ‘ভাল থাকবো’। কথা সোমেশ্বর অলী। সুর ও সঙ্গীত সাজিদ সরকার। সাফায়াতের কণ্ঠে একক গান ‘লিখবো কি যে’। কথা স্নেহাশীষ ঘোষ। সুর সাফায়েত। সঙ্গীত এমএমপি রনি। সাফায়াতের কণ্ঠে একক গান ‘জেনে শুনে’। কথা স্নেহাশীষ ঘোষ। সুর ও সঙ্গীত অয়ন চাকলাদার। অয়নের কণ্ঠে একক গান ‘তুই ভাল না’। কথা স্নেহাশীষ ঘোষ। সুর ও সঙ্গীত অয়ন চাকলাদার। মতিয়ার রহমানের কণ্ঠে একক গান ‘তুমি জাতির পিতা’। কথা ও সুর মতিয়ার রহমান। সঙ্গীত কাজী নওরীন। মিনারের কণ্ঠে একক গান ‘কিছুু’। কথা ইশতিয়াক আহমেদ। সুর মিনার। সঙ্গীত ইমন চৌধুরী। মিউজিক ভিডিও : কুমার বিশ্বজিতের একক গান ‘বৃষ্টি এলেই আসো তুমি’। কথা রবিউল ইসলাম জীবন। সুর ও সঙ্গীত শারাদিন্দু দাস মুন। ভিডিও নির্মাতা সৈকত নাসির। তানভীর ইমনের একক গান ‘অজানায়’। কথা তানভীর ইভান ও পিরান খান। সুর ও সঙ্গীত পিরান খান। ভিডিও নির্মাতা প্রবীর রায় চৌধুরী। মাহতিম সাকিবের একক গান মন বোঝে না। কথা, সুর ও সঙ্গীত পিরান খান। ভিডিও নির্মাতা প্রবীর রায় চৌধুরী। অয়নের কণ্ঠে একক গান ‘তুই ভালো না’। কথা স্নেহাশীষ ঘোষ। সুর ও সঙ্গীত অয়ন চাকলাদার। কাজী শুভ ও স্বরলিপির কণ্ঠে ডুয়েট গান ‘দিল দিওয়ানা’। কথা রবিউল ইসলাম জীবন। সুর কাজী শুভ। সঙ্গীত রাফি মোহাম্মদ। ভিডিও নির্মাতা সৈকত রেজা। মিলনের কণ্ঠে একক গান ‘হেব্বি রোম্যান্টিক’। কথা স্নেহাশীষ ঘোষ। সুর মিলন। সঙ্গীত এমএমপি রনি। ভিডিও নির্মাতা সৈকত রেজা। মিফতাহ জামানের একক গান ‘আমি রবো নীরবে’। কথা স্নেহাশীষ ঘোষ। সুর ও সঙ্গীত রেজোয়ান শেখ। ভিডিও নির্মাতা মাহমুদুর রহমান হিমি। তাহসিন আহমেদ ও টুম্পা খানের ডুয়েট গান ‘অনুভূতির দেয়াল’। কথা স্নেহাশীষ ঘোষ। সুর ও সঙ্গীত তাহসিন আহমেদ। ভিডিও নির্মাতা মাহমুদুর রহমান হিমি। আদিত্য রায়হানের একক গান ‘বলো না’। কথা, সুর ও সঙ্গীত রাব্বি আরবী। হাফিজ নূর ও নওশীনের ডুয়েট গান ‘কাজল দিঘী’। কথা সবুজ সানি। সুর কে পি নিপু। সঙ্গীত হৃদয় হাসিন।
×