ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এ.আই.ইউ.বিতে শোক দিবসের আলোচনা

প্রকাশিত: ০৬:৪৯, ১৮ আগস্ট ২০১৮

 এ.আই.ইউ.বিতে  শোক দিবসের আলোচনা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী ১৫ আগস্ট জাতীয় শোক বিদস উপলক্ষে আমেরিকান ইন্টারন্যাশনাল ভার্সিটি-বাংলাদেশের(এ.আই.ইউ.বি) ক্যাম্পাসে শোকসভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। পবিত্র কোরআান তেলাওয়াতের মধ্যে দিয়ে বিশেষ আলোচনা সভা ও শোকসভা শুরু হয়। শোক দিবসের আলোচনা সভায় বাঙালী জাতির স্বাধীনতা আন্দোলনে বঙ্গবন্ধুর সংগ্রামী ও দীর্ঘ রাজনৈতিক জীবন, ত্যাগ ও আদর্শ নিয়ে আলোচনা করা হয়। শোক সভায় সে দিনের ১৫ আগস্টে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহত সব শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে মিলাদ মাহফিল ও মোনাজাত করা হয়। -বিজ্ঞপ্তি। . এইউবি জাতীয় শোক দিবস উপলক্ষে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের এইউবি আয়েশা মিলনায়তনে বুধবার বিকেল চারটায় এক আলোচনা সভার আয়োজন করা হয়। ‘বাঙালী ইতিহাসের কলঙ্ক এই ১৫ আগস্ট, এ ইতিহাস আমাদের জানা উচিত, অধ্যয়ন করা উচিত উপলব্ধি করা উচিত, আগামী দিনের নতুন প্রজন্মকে জানানো উচিত এর ব্যতিক্রম হলে জাতি সঠিক ইতিহাস না জেনে বিভ্রান্ত হবে, আমাদের বোঝা উচিত বঙ্গবন্ধু না হলে বাংলাদেশ হতো না, এশিয়ান ইউনিভার্সিটি হতো না।’ এইউবির প্রতিষ্ঠাতা ও উপাচার্য ড. আবুল হাসান এম সাদেক তার বক্তৃতায় এসব কথা বলেন । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেজিস্ট্রার ড. মোঃ শাহ আলম । আরও বক্তৃতা করেন এইউবির পরীক্ষা নিয়ন্ত্রক কেএম মনিরুল ইসলাম। -বিজ্ঞপ্তি।
×