ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইয়েমেন যুদ্ধে সৌদি আরবকে সহযোগিতা নয় ॥ মাহাথির

প্রকাশিত: ০৬:৩০, ১৭ আগস্ট ২০১৮

ইয়েমেন যুদ্ধে সৌদি আরবকে সহযোগিতা নয় ॥ মাহাথির

ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধে সৌদি আরবকে কোন সহযোগিতা করা হবে না বলে মন্তব্য করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। তিনি বলেছেন, ‘আমরা ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আরবের গণহত্যা ও ধ্বংসযজ্ঞে শরিক হতে চাই না এবং কুয়ালালামপুর এমন কোন কাজে জড়াবে না যাতে আমাদের বিরুদ্ধে সহিংসতায় জড়িত থাকার অভিযোগ ওঠে।’ ভল্টেয়ার নেটওয়ার্ক। মালয়েশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্প্রতি জানিয়েছে, ১৪ মাস আগে নাজিব রাজাকের শাসনামলে সৌদি বাদশাহ সালমানের নামে পিস সেন্টারের কার্যক্রম শুরু হয়েছিল যা বন্ধ করে দেয়া হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের সঙ্গে সৌদি আরবের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সৌদি শাসকদের সঙ্গে আর্থিক লেনদেনে রাজাকের প্রশাসনের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠায় তার বিরুদ্ধে মালয়েশিয়ার জনগণ ক্ষুব্ধ হয়ে উঠেছিল যার প্রভাব পড়ে সম্প্রতি নির্বাচনে। মালয়েশিয়ায় সম্প্রতি নির্বাচনে মাহাথিরের জয় দক্ষিণ-পূর্ব এশিয়ায় সৌদি নীতির জন্য বড় আঘাত। এর আগেও মালয়েশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ইয়েমেন যুদ্ধে সৌদি আরবকে সহযোগিতা করা হবে না বলে ঘোষণা দিয়েছিল।
×