ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

লর্ডস ও এ্যান্ডারসনের ইতিহাস

প্রকাশিত: ০৫:৩৭, ১২ আগস্ট ২০১৮

 লর্ডস ও এ্যান্ডারসনের ইতিহাস

স্পোর্টস রিপোর্টার ॥ লর্ডস টেস্টের দ্বিতীয়দিন প্রথম ইনিংসে ভারতকে মাত্র ১০৭ রানে গুঁড়িয়ে দিয়েছে স্বাগতিক ইংলিশরা। ২০ রানের বিনিময়ে ৫ উইকেট নিয়ে একাই বিরাট কোহলিদের নাস্তানাবুদ করেছেন জেমস এ্যান্ডারসন। সবমিলিয়ে লর্ডসে তার শিকার সংখ্যা দাঁড়িয়েছে ৯৯। আর একটি উইকেট পেলেই টেস্ট ইতিহাসের প্রথম কোন পেস বোলার হিসেবে এই ভেুন্যতে ১০০ উইকেটের অনন্য রেকর্ডের মালিক হবেন ইংল্যান্ড ইতিহাসের সেরা গোলকবাজ। শনিবার এ রিপোর্ট লেখার সময় ইংলিশরা ব্যাট করছিল। ভারত দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে থাকলে ইতোমধ্যে হয়তো রেকর্ডটা হয়ে গেছে, নয়তো হওয়ার পথে। দেড় দশক আগে এই লর্ডসেই টেস্ট অভিষেক, শুক্রবার সেই মাঠে (একক) ষষ্ঠবারের মতো পাঁচ উইকেট পেয়েছেন জেমস এ্যান্ডারসন। স্পিনার ও পেসার মিলিয়ে একক কোন ভেন্যুতে ১০০ বা এর বেশি উইকেট শিকারের কৃতিত্ব আছে শুধু আর একজনেরই- তিনি মুত্তিয়া মুরলিধরন। শ্রীলঙ্কান কিংবদন্তি আবার উইকেটের সেঞ্চুরি পূরণ করেছেন তিন ভেন্যুতে। মুরালি সবচেয়ে বেশি ১৬৬ উইকেট নিয়েছেন কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে। ক্যান্ডির আসগিরিয়া স্টেডিয়ামে ১১৭টি ও গল আন্তর্জাতিক স্টেডিয়ামে পেয়েছেন ১১১ উইকেট। গলে ৯৯ উইকেট আছে আরেক লঙ্কান স্পিনার রঙ্গনা হেরাথেরও। সেঞ্চুরির জন্য তাকে অপেক্ষা করতে হবে আগামী নবেম্বর পর্যন্ত। শ্রীলঙ্কা সফরে তিন টেস্টের প্রথমটি গলে খেলবে এ্যান্ডারসনের ইংল্যান্ড। লর্ডসে নিজের ২৩তম টেস্টে শুক্রবার ষষ্ঠবার পাঁচ উইকেট পেয়েছেন এ্যান্ডারসন। এই মাঠে তারচেয়ে বেশিবার পাঁচ উইকেট আছে শুধু একজনের- ইয়ান বোথাম (আটবার)। ক্যারিয়ারে সবমিলিয়ে এ্যান্ডারসনের পাঁচ উইকেট কীর্তি হলো ২৬তম বারের মতো। ইংল্যান্ড ইতিহাসের রেকর্ড সর্বাধিক ৫৪৯ উইকেটের মালিক ৩৬ বছর বয়সী পেসার আর একবার পাঁচ উইকেট পেলেই ছুঁয়ে ফেলবেন বোথামের ইংলিশ-রেকর্ড। ঘরের মাঠে ভারতের সঙ্গে চলছে পাঁচ টেস্টের দ্বৈরথ, যেভাবে জ্বলে উঠেছেন, তাতে সেটি হয়তো এই সিরিজেই হয়ে যাবে।
×