ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

দেশবন্ধু পলিমারের দরবৃদ্ধির মূল্য সংবেদনশীল তথ্য নেই

প্রকাশিত: ০৬:২৮, ১০ আগস্ট ২০১৮

দেশবন্ধু পলিমারের দরবৃদ্ধির মূল্য সংবেদনশীল তথ্য নেই

অর্র্থনৈতিক রিপোর্টার ॥ সম্প্রতি শেয়ারের অস্বাভাবিক দরবৃদ্ধির নেপথ্যে অপ্রকাশিত কোন মূল্য সংবেদনশীল তথ্য নেই দেশবন্ধু পলিমারের। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষের চিঠির জবাবে এমন তথ্য দিয়েছে কোম্পানিটি। সদ্য সমাপ্ত হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই ২০১৭- মার্চ ২০১৮) পর্যন্ত এ কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৫৬ পয়সায়, যা এর আগের বছর একই সময়ে ছিল ৫২ পয়সা। ৩১ মার্চ ২০১৮ তে এ কোম্পানির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১০ টাকা ৪১ পয়সা। ২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য ১০ শতাংশ স্টক লভ্যাংশ দেয়ায় কোম্পানিটিকে ‘জেড’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত করে ডিএসই কর্তৃপক্ষ। সে হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয় ৩৭ পয়সা, যা এর আগের বছরে ছিল ১৯ পয়সা। ২০১৬ সালে বিনিয়োগকারীদের কোন লভ্যাংশ দেয়নি দেশবন্ধু পলিমার। এর আগে ২০১৫ হিসাব বছরের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ পান কোম্পানিটির শেয়ারহোল্ডাররা। দেশবন্ধু গ্রুপের তালিকাভুক্ত কোম্পানিটি পিপি ওভেন ব্যাগ উৎপাদন করে। ২০০৭ সালে তাদের কারখানা চালু হয়। ২০১১ সালে শেয়ারবাজারে আসা এ কোম্পানির অনুমোদিত মূলধন ৩০০ কোটি ও পরিশোধিত মূলধন ৬১ কোটি ৩৬ লাখ ৫০ হাজার টাকা। রিজার্ভ ১ কোটি ১৩ লাখ টাকা। মোট শেয়ারের ৩৩ দশমিক ৫৪ শতাংশ আছে কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের হাতে, প্রতিষ্ঠান ৮ দশমিক ৩৯ ও বাকি ৫৮ দশমিক ৭ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।
×