ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টিকেট সংগ্রহে ভোগান্তির শেষ নেই

প্রকাশিত: ০৫:৫৩, ১০ আগস্ট ২০১৮

টিকেট সংগ্রহে ভোগান্তির শেষ নেই

স্টাফ রিপোর্টার ॥ ট্রেন ও বাসে অগ্রিম টিকেট সংগ্রহে যুদ্ধ চলছে। আজ থেকে লঞ্চের অগ্রিম টিকেট দেয়ার কথা আছে। তবে সবচেয়ে বেশি টিকেট যুদ্ধ চলছে কমলাপুর রেল স্টেশনজুড়ে। রাতভর অপেক্ষা করে অনেকে টিকেট হাতে পেয়েছেন। আবার কাক্সিক্ষত টিকেট না মেলায় শূণ্য হাতে বাড়ি ফিরেছেন অনেকে। সকালে কমলাপুরে গিয়ে দেখা গেছে জনস্র্রোত। প্রতিটি লাইনের শেষ দেখা ছিল খুবই কঠিন। নারীদের দুটি লাইনেও ছিল সমানতালে মানুষ। অগ্রিম টিকেট বিক্রির দ্বিতীয় দিনে টিকেট কালোবাজারির তেমন কোন অভিযোগ মেলেনি। তবে টিকেট বিক্রিতে ধীরগতি নিয়ে অসন্তোষ, হট্টগোল ছিল বরাবরের মতোই। টিকেট কালোবাজারি ঠেকাতে পুরো কমলাপুর স্টেশনজুড়ে স্থাপন করা হয় সিসি ক্যামেরা। এছাড়া রেল পুলিশ, সাধারণ পুলিশ, আনসার থেকে শুরু করে র‌্যাবের পক্ষ থেকে স্টেশনে অস্থায়ী ক্যাম্প করা হয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযোগ কেন্দ্রে তেমন কোন অভিযোগ আসেনি। সকালে স্টেশনে গিয়ে দেখা গেছে, বৃহস্পতিবার দেয়া হচ্ছে আগামী ১৮ আগস্টের টিকেট। সকাল ৮টা থেকে শুরু হয় টিকেট বিক্রি। স্টেশনের ২৬টি কাউন্টারের মধ্যে দুটি কাউন্টার নারীদের জন্য সংরক্ষিত। প্রতিটি কাউন্টারের সামনেই মানুষের দীর্ঘ লাইন। সিলেটের টিকেট পেতে বুধবার সন্ধ্যায় এসে কমলাপুর স্টেশনের টিকেট কাউন্টারের লাইনে দাঁড়িয়েছিলেন ডাঃ রতন প-িত। এরপর সারারাত নির্ঘুম অবস্থায় কাউন্টারের সামনে বসেই কেটেছে তার। রাত ১২টায় তিনি যখন লাইনে দাঁড়িয়েছেন তখনও তার সামনে আছেন আরও অন্তত ২০ জন। তার সঙ্গে যোগ হন বিল্লাল, কমল, রাসেল সহ অনেকেই। তারা প্রত্যেকেই জানান, প্রতিবছর একই সংখ্যার বুথে টিকেট বিক্রি হচ্ছে। কিন্তু কোন অবস্থাতেই জনভোগান্তি কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে না। বুথ বাড়ানোর কোন ভাবনা কর্তৃপক্ষের মধ্যে আছে বলে আমাদের মনে হয় না। তাছাড়া এমনিতেই কোটায় ৩৫ ভাগ টিকেট চলে যায়। এসি চেয়ার ও কেবিন পাওয়া স্বপ্নের মতো বিষয় বলে জানান তারা।
×