ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীকে নিয়ে অশালীন স্ট্যাটাস ॥ রাবি ছাত্র গ্রেফতার

প্রকাশিত: ০৬:৫০, ৮ আগস্ট ২০১৮

প্রধানমন্ত্রীকে নিয়ে অশালীন স্ট্যাটাস ॥ রাবি ছাত্র গ্রেফতার

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্য করায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে পবা উপজেলার পারিলা ইউনিয়নের কাঁঠালপাড়া এলাকার নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতার ওই বিশ্ববিদ্যালয় ছাত্রের নাম মাহাবুব আলম। সে কাঁঠালপাড়া গ্রামের আলতাব হোসেনের ছেলে। মাহাবুব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ব ও খনিজবিদ্যা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। পুলিশ জানায়, মাহাবুবের ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্যের একটি স্ট্যাটাস পাওয়া যায়। পরে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়। শীতলক্ষ্যায় জাহাজের ডেকে পড়ে খালাসির মৃত্যু স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ চরমুক্তারপুরের কাছে শীতলক্ষ্যায় জাহাজ খালাসির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে ওই স্থানে এমভি কাফেলা-২ নামের জাহাজটি নোঙ্গর করে হেসকভার লাগাতে গিয়ে ১৫ ফুট নিচে ডেকে পড়ে ঘটনাস্থলেই খালাসি আলমগীর হোসেনের (৪৫) মৃত্যু হয়। মুক্তারপুর নৌফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আবুল হাসিম জানান, জাহাজটি চট্টগ্রাম থেকে সিরামিকের মাটি নিয়ে নারায়ণগঞ্জ জেটিতে খালাস করে ফেরার পথে মুন্সীগঞ্জ সদর উপজেলার চরমুক্তপুরের শাহ্ সিমেন্ট ফ্যাক্টরির কাছে নোঙ্গর করে পরিষ্কার করছিল। এই সময় জাহাজের ছাদের হেসকভার লাগানোর সময় সে নিচের গর্তে ডেকে পড়ে যায়। গর্তে মালামাল না থাকায় তলদেশের লোহার সঙ্গে আঘাত পেয়ে মারাত্মক রক্তাক্ত জখম হয়ে মারা যান।
×