ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সাধারণ ক্ষমা

প্রকাশিত: ০৬:২৬, ৮ আগস্ট ২০১৮

সাধারণ ক্ষমা

আইভরি কোস্টে সোমবার ৮শ’ ব্যক্তির জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে। প্রেসিডেন্ট এ্যালাসান ওয়াতারা এই ঘোষণা দেন। তাদের মধ্যে সাবেক ফার্স্ট লেডি সিমোন বাগবোও রয়েছেন। দেশটিতে জাতীয় ঐক্যের অংশ হিসেবে সাধারণ ক্ষমা ঘোষণার এই পদক্ষেপ নিয়েছেন ওয়াতারা। গত সপ্তাহে আইভরি কোস্টের সুপ্রীমকোর্ট এক আদেশে সিমোন বাগবোকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ থেকে দেয়া খালাসের বিষয়টি বাতিল করেন। সিমোন বাগবো দেশটির সাবেক প্রেসিডেন্ট লঁরা বাগবোর স্ত্রী।-এএফপি একাকিত্ব ঘোচাতে প্রতিবেশী অনেক দেশের তুলনায় থাইল্যান্ডে বৃদ্ধ মানুষের সংখ্যা দ্রুত বাড়ছে। এসব বৃদ্ধ মানুষেরা চরম মাত্রায় একাকিত্বে ভুগে থাকেন। তাই তাদের সহায়তা করার জন্য চিয়াং রাক নোই জেলায় স্কুল খোলা হয়েছে। সেখানে তারা বিভিন্ন মানুষের সঙ্গে মেশার সুযোগ পান। প্রাণবন্ত আড্ডার পাশাপাশি তাদের জন্য হাসি-ঠাট্টায় মেতে ওঠারও সুযোগ করে দিয়েছে এই স্কুল। ২০৪০ সালের মধ্যে পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে এখানে সবচেয়ে বেশি বৃদ্ধ মানুষ থাকবে।-ওয়েবসাইট
×