ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

অশুভ রাজনৈতিক শক্তির উত্থান ঘটাতে চেয়েছিল বিএনপি ॥ নাসিম

প্রকাশিত: ০৬:০৪, ৮ আগস্ট ২০১৮

অশুভ রাজনৈতিক শক্তির উত্থান ঘটাতে চেয়েছিল বিএনপি ॥ নাসিম

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, শিক্ষার্থীদের আন্দোলনের মাধ্যমে রাজনৈতিক অশুভ শক্তির উত্থান ঘটাতে চেয়েছিল বিএনপি। প্রমাণ হয়েছে এই আন্দোলন নিয়ে বিএনপি কিভাবে পানি ঘোলা করতে চেয়েছে। তাদের (বিএনপি) বক্তব্যের মধ্য দিয়েই প্রমাণ হয়েছে শিশু কিশোরদের একটা সুন্দর আন্দোলনে সওয়ার হয়ে রাজনৈতিক অপশক্তি উত্থান করতে চেয়েছিলেন। মঙ্গলবার রাজধানীর আজিজ কো-অপারেটিভ মার্কেটে রাজনৈতিক গবেষক ও লেখক সুভাষ সিংহ রায় রচিত ‘রবীন্দ্রনাথ ঠাকুরের চিকিৎসা-ভাবনা’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। ‘বাংলা বিচিত্রা’ ও ‘অনন্যা প্রকাশনা’ এই অনুষ্ঠানের আয়োজন করে। মোহাম্মদ নাসিম বলেন, নিরাপদ সড়কের জন্য যে আইনটি পাস করেছি। তা জনগণের জন্যই করা হয়েছে। এই সড়ক আইনটি বাস্তবায়ন হলে দেখবেন কত পরিবর্তন হয়েছে। সড়ক পরিবহন আইন বাস্তবায়নের মাধ্যমে এই সেক্টরে শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে, তবে সরকারকে সময় দিতে হবে। এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট সবাইকে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান। কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তিনি বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য কর্ম বাংলাদেশ এর জনগণকে মানসিক, সামাজিক ও রাজনৈতিকভাবে যথেষ্ট সমৃদ্ধ করেছে। তাঁর সমাজ সেবামূলক বিভিন্ন কার্যক্রমও প্রত্যক্ষভাবে বাংলার অবহেলিত মানুষকে পথ দেখিয়েছে। তিনি বলেন, কবিগুরু নিজেও হোমিওপ্যাথি চিকিৎসা চর্চা করতেন বলে তাঁর চিকিৎসা-ভাবনাও ছিল নিরন্ন ও দরিদ্র মানুষের প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করার উদ্দেশ্যে। সাধারণ মানুষ যেন অতি স্বল্প খরচে চিকিৎসা সেবা পায় সেজন্য তিনি সামাজিক কর্মসূচীও হাতে নিয়েছিলেন। অনুষ্ঠানে অন্যদের মাঝে ঢাকা বিশ^বিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডাঃ এ কে আজাদ চৌধুরী, বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়ুয়া, সাংবাদিক ও লেখক আনিসুল হক, বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের চেয়ারম্যান ডাঃ দিলীপ কুমার রায়, গ্রন্থের রচয়িতা সুভাষ সিংহ রায় প্রমুখ বক্তৃৃতা করেন।
×