ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইনজুরিতে নাজমুল ইসলাম অপু

প্রকাশিত: ০৭:১৭, ৭ আগস্ট ২০১৮

ইনজুরিতে নাজমুল ইসলাম অপু

স্পোর্টস রিপোর্টার ॥ আমেরিকার ফ্লোরিডায় তৃতীয় টি২০তে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ২-১এ সিরিজ জিতেছে সাকিব আল হাসানের বাংলাদেশ। আনন্দের মাঝে দুঃসংবাদ, ম্যাচে বড় রকমের ইনজুরিতে পড়েছেন স্পিনার নাজমুল ইসলাম অপু। ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের পঞ্চম ওভারের খেলা চলছিল তখন। ব্যাটিংয়ে ক্যারিবিয়ান ব্যাটসম্যান মারলন স্যামুয়েলস এবং বোলিংয়ে ছিলেন অপু। ওভারের তৃতীয় বলটি স্যামুয়েলসের পায়ের কাছে করেন তিনি। স্যামুয়েলস বলটি সোজা মারতে গেলে ডাইভ দেন অপু। আর তখনই ঘটে বিপত্তি। নন-স্ট্রাইক প্রান্তে থাকা ব্যাটসম্যান চ্যাডউইক ওয়ালটন অসাবধানবশত অপুর বাঁ হাতে পা ফেলেন। সঙ্গে সঙ্গেই ব্যথায় কাতরে ওঠেন অপু। পরবর্তীতে সঙ্গে সঙ্গেই তাকে মাঠের বাইরে চলে যেতে হয়। এমনকি আর বোলিংও করতে পারেননি তিনি। সেই ওভারটির বাকি তিন বল করেন সৌম্য সরকার। যদিও খুব একটা খারাপ করেননি তিনি। সাব্বির রহমানের হাতে ওয়ালটনকে ক্যাচ বানিয়ে সাজঘরে পাঠিয়েছেন সৌম্য। এদিকে জানা গেছে ইনজুরি আক্রান্ত অপুকে এরই মধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইনজুরির কারণে মাঠের বাইরে তাকে ছিটকে পড়তে হয় কিনা সেটাই এখন দেখার বিষয়। উল্লেখ্য, সিরিজের দ্বিতীয় ম্যাচে বল হাতে দারুণ পারফর্ম করেছিলেন বাঁহাতি স্পিনার অপু। ৪ ওভার বোলিং করে ২৮ রান খরচায় শিকার করেছিলেন ৩ উইকেট। অপরদিকে প্রথম ম্যাচে খুব একটা ভাল করেননি তিনি। ২ ওভারে ২৪ রান দিয়ে উইকেট শূন্য ছিলেন এই টাইগার স্পিনার। নতুন মৌসুমের প্রস্তুতি শুরু বার্সার স্পোর্টস রিপোর্টার ॥ নতুন মৌসুম দ্বোরগোড়ায়। সব দলই নিজেদের গুছিয়ে নিতে ব্যস্ত। স্প্যানিশ পরাশক্তি বার্সিলোনাও নিজেদের প্রস্তুত করছে। প্রাক-মৌসুম প্রস্তুতির ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে টানা দুই ম্যাচ হেরে যুক্তরাষ্ট্র থেকে ফিরেছে আর্নেস্টো ভালভার্ডের দল। এখন তাদের মিশন স্প্যানিশ সুপার কাপ। আগামী রবিবার সেভিয়ার বিরুদ্ধে সুপার কাপের ম্যাচ দিয়ে ২০১৮-১৯ মৌসুমে মিশন শুরু করবে কাতালানরা। রাশিয়া বিশ্বকাপ ও দলবদলের মৌসুমের ছুটির কারণে ইউরোপিয়ান ফুটবলে এতদিন বিশ্রাম ছিল। এখন সব লীগেই ফিরছে আগের প্রাণ। মাঝখানের সময়ে বড় দলগুলোর খেলোয়াড়েরা সব ছিলেন আনন্দ ভ্রমণে। সামনে এগিয়ে এসেছে নতুন মৌসুম শুরুর দিনক্ষণ। তাই একে একে আবার নিজেদের কর্মব্যস্ততা ফিরে পাচ্ছে দলগুলো। এরই ধারাবাহিকতায় পুরো দল নিয়ে অনুশীলন করেছে বার্সিলোনা।
×