ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বেজার দুই প্রকল্প ব্যয় বাড়ছে আড়াই হাজার কোটি

প্রকাশিত: ০৬:১৬, ৭ আগস্ট ২০১৮

বেজার দুই প্রকল্প ব্যয় বাড়ছে আড়াই হাজার কোটি

আনোয়ার রোজেন ॥ জাপানী বিনিয়োগকারীদের চাহিদা অনুযায়ী অর্থনৈতিক অঞ্চল স্থাপনে ব্যয় বাড়ছে সরকারের। অর্থনৈতিক অঞ্চল স্থাপনের জন্য নারায়ণগঞ্জের আড়াইহাজার এবং চট্টগ্রামের মীরসরাইয়ে নেয়া দুটি প্রকল্পে প্রায় আড়াই হাজার কোটি টাকা বেশি ব্যয় করতে হবে। এ সংক্রান্ত প্রকল্পের প্রথম সংশোধনের জন্য পরিকল্পনা কমিশনে প্রস্তাব করা হয়েছে। সংশোধনী প্রস্তাবে বলা হয়েছে, প্রায় ৫০০ একর ভূমি অধিগ্রহণ এবং পুনর্বাসন ব্যয়, জরিপ, নক্সা, প্রচার ও বিজ্ঞাপন খাত অন্তর্ভুক্ত হওয়ায় ব্যয় বাড়ছে প্রকল্পটির। প্রকল্পটি আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় সংশোধনের জন্য উপস্থাপন করা হতে পারে। অনুমোদন পেলে ২০১৯ সালের মধ্যে এটি বাস্তবায়ন করবে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)। সোমবার পরিকল্পনা কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র জানায়, বেজার পরিচালনা পর্ষদের (গবর্নিং বডি) সভায় নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় এবং চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলায় অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার সিদ্ধান্ত হয়। অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে উন্নত যোগাযোগ ব্যবস্থা ও জমির প্রয়োজনীয়তা বিবেচনা করে এ দুটি প্রকল্প এলাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে ২০১৫ সালে বেজার পরিচালনা পর্ষদের সভায় জাপানী বিনিয়োগকারীদের জন্য নির্ধারিত অর্থনৈতিক অঞ্চলের জমি অধিগ্রহণের জন্য এডিপি থেকে অর্থায়নের সিদ্ধান্ত হয়। অন্যদিকে, মীরসরাইয়ে বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের পরিকল্পনাও গ্রহণ করা হয়। এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আড়াইহাজার ও মীরসরাইয়ে অর্থনৈতিক অঞ্চল স্থাপনের লক্ষ্যে ভূমি অধিগ্রহণ করতে সম্পূর্ণ সরকারী অর্থায়নে মোট ৭৬২ কোটি টাকা ব্যয়ে ২০১৭ সালে একনেকে প্রকল্পটি অনুমোদন দেয়া হয়। কিন্তু পরবর্তীতে জাপানী বিনিয়োগকারীদের চাহিদার প্রেক্ষিতে আড়াইহাজারে অতিরিক্ত ৫০০ একর জমি অধিগ্রহণসহ আরও আনুষঙ্গিক ব্যয় বৃদ্ধির জন্য প্রকল্পটি সংশোধন করা হচ্ছে। প্রকল্পটি সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ও জাতীয় উন্নয়ন পরিকল্পনার সঙ্গে সম্পৃক্ত।
×