ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বেনাপোল বন্দরে দুই দেশের আটকে পড়া যাত্রীদের দুর্ভোগ

প্রকাশিত: ০৬:৪৮, ৬ আগস্ট ২০১৮

 বেনাপোল বন্দরে দুই  দেশের আটকে পড়া যাত্রীদের দুর্ভোগ

স্টাফ রিপোর্টার, বেনাপোল ॥ বেনাপোল বন্দর থেকে দেশের অভ্যন্তরে পরিবহন ছাড়ার প্রস্তুতি থাকলেও শেষ পর্যন্ত শ্রমিকদের বাধায় বাস ছাড়তে পারেনি কর্তৃপক্ষ। ফলে তিন দিন ধরে আটকে পড়ে সীমাহীন দুর্ভোগে পড়তে হয়েছে দুই দেশের যাত্রীরা। তবে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ থাকলেও আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে। দেশের বৃহত্তর বেনাপোল স্থল বন্দর দিয়ে প্রতিদিন বাংলাদেশ-ভারতের প্রায় পাঁচ হাজার যাত্রী আসা-যাওয়া করে। গত তিন দিন ধরে ছাত্র আন্দোলনের কারণে দূরপাল্লা ও অভ্যন্তরীণ পরিবহন বন্ধ থাকায় বন্দরের চেকপোস্টে শত শত পাসপোর্ট যাত্রী আটকা পড়েছে। যে কারণে অচাল হয়ে পড়েছে গুরুত্বপূর্ণ এই স্থল বন্দরটি। পরিবহন ধর্মঘটের কারণে সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হচ্ছেন দুই দেশের যাতায়াতকারীরা। এর মধ্যে সবচেয়ে ভোগান্তির স্বীকার হচ্ছেন উভয় দেশের পারাপারকারী রোগী ও যাত্রীরা।
×