ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সারাদেশে ট্রাফিক সপ্তাহ পালন করছে পুলিশ

প্রকাশিত: ০৫:৩৮, ৬ আগস্ট ২০১৮

 সারাদেশে ট্রাফিক সপ্তাহ পালন করছে পুলিশ

স্টাফ রিপোর্টার ॥ আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় সারাদেশে ট্রাফিক সপ্তাহ পালন করছে পুলিশ। এ সময় গাড়ির ফিটনেস ও লাইসেন্স চেক করা এবং যে কোন ট্রাফিক আইন লঙ্ঘন হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী। তবে রাজধানীতে ট্রাফিক সপ্তাহ পালনে তেমন জোরদার কার্যক্রম চোখে পড়েনি। পুলিশ ঢিলেডালা মনোভাব নিয়ে কোনক্রমে দায়িত্ব পালন করে। পুলিশ অবশ্য বলছে, রাজধানীতে গণপরিবহন না থাকায় এ চিত্র দেখে কিছুটা হতাশ মনে হতে পারে। যেখানে প্রায় অর্ধ লক্ষ বাস মিনিবাস চলাচল করে, সেখানে একটিও রাজপথে দেখা যায়নি। রাজপথ ছিল এমনিতেই ফাঁকা। ট্রাফিক পুলিশকে অলস সময় কাটাতে দেখা যায়। কয়েকটি পয়েন্টে শুধু মাইকিং করে পথচারীদের ট্রাফিক আইন কানুন সম্পর্কে সতর্ক ও সচেতন করতে দেখা গেছে।
×