ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সংবিধানের ৩৫-এ ধারা রক্ষার দাবিতে কাশ্মীরে বন্ধ

প্রকাশিত: ০৩:৫১, ৬ আগস্ট ২০১৮

  সংবিধানের ৩৫-এ  ধারা রক্ষার  দাবিতে কাশ্মীরে বন্ধ

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা সংবলিত সংবিধানের ৩৫ (এ) ধারায় হস্তক্ষেপের প্রতিবাদ এবং ওই ধারা রক্ষার দাবিতে সর্বাত্মক বন্ধ পালিত হয়েছে। রবিবার বন্ধকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে অমরনাথ তীর্থযাত্রা স্থগিত করা হয়েছে। ৩৫ (এ) ধারায় রাজ্যের স্থায়ী বাসিন্দাদের বিশেষ অধিকার ও সুবিধা দেয়া হয়েছে। খবর ওয়েবসাইটের। বন্ধকে কেন্দ্র করে কাশ্মীর উপত্যকাজুড়ে সমস্ত দোকানপাট, বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ রয়েছে এবং সড়কে কোন যান চলাচল করেছে না। আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনিক কর্তৃপক্ষ সমস্ত স্পর্শকাতর এলাকায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের মোতায়েন করেছে। কাশ্মীর উপত্যকাজুড়ে ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে। কাশ্মীরি নেতা সাইয়্যেদ আলিশাহ গিলানি, মীরওয়াইজ ওমর ফারুক ও মুহাম্মদ ইয়াসীন মালিকের সমন্বিত যৌথ প্রতিরোধ নেতৃত্বের পক্ষ থেকে ৫ ও ৬ আগস্ট বন্ধ-এর ডাক দেয়া হয়েছে। বার এ্যাসোসিয়েশন, পরিবহন সংস্থাসহ ব্যবসায়ীদের সমস্ত সংগঠন ওই বন্ধকে সমর্থন জানিয়েছে। গত কয়েকদিন ধরে সেখানে ন্যাশনাল কনফারেন্স, পিডিপির মতো মূল ধারার দলসহ বিভিন্ন বাণিজ্যিক সংস্থার পক্ষ থেকে ৩৫ (এ) ধারার সমর্থনে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ২০১৪ সালে এক বেসরকারী সংগঠন সুপ্রীমকোর্টে জম্মু-কাশ্মীর থেকে ৩৫ (এ) ধারা বাতিল করার আবেদন জানায়।
×