ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নাশকতার অভিযোগে মাদারীপুরে জামায়াত নেতা গ্রেফতার

প্রকাশিত: ০৬:৫৮, ৫ আগস্ট ২০১৮

নাশকতার অভিযোগে মাদারীপুরে জামায়াত নেতা গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ৪ আগস্ট ॥ মাদারীপুরে নাশকতার অভিযোগে জামায়াত নেতা গোলাম সরোয়ার হোসেনকে (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছে থেকে নিজামীর বই, প্রচারপত্র, ভিসা কার্ড, সদস্য ফরম উদ্ধার করা হয়। শনিবার দুপুরে সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের আশাপাট গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। জানা গেছে, গোলাম সরোয়ার জামায়াতে ইসলামীর সদর থানা শাখার কোষাধ্যক্ষ। তিনি নাশকতার উদ্দেশে দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় ঘুরে নিজামীর বই, প্রচারপত্র বিলি করে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করত। পুলিশ গোলাম সরোয়ারের কাছ থেকে নিজামীর ১৭টি বই, শতাধিক প্রচারপত্র, সদস্য ফরম ও একটি ইসলামী ব্যাংকের ভিসা কার্ড উদ্ধার করে। মাদকসেবী ছেলেকে পুলিশে সোপর্দ নিজস্ব সংবাদদাতা, কচুয়া, চাঁদপুর, ৪ আগস্ট ॥ মাদকসেবী ছেলে সোহাগকে পুলিশে সোপর্দ করেছে বাবা-মা। উপজেলার গোহট উত্তর ইউনিয়নের নূরপুর গ্রামে আবু তাহেরের ছেলে সোহাগ শুক্রবার রাতে মদ্যপ অবস্থায় টাকা দাবি করে। বাবা মা টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাদের মারধরসহ বসতঘর কুপিয়ে ভাংচুর করে। এ সময় বাবা-মা পুলিশকে খবর দিলে সোহাগকে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে।
×