ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে ২২৫ মে.ও. বিদ্যুত কেন্দ্র উদ্বোধন করবেন আজ

প্রকাশিত: ০৬:১০, ৫ আগস্ট ২০১৮

প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে ২২৫ মে.ও. বিদ্যুত কেন্দ্র উদ্বোধন করবেন আজ

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপারে সিরাজগঞ্জ ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুত উৎপাদন কেন্দ্র (২য় ইউনিট) উদ্বোধন করা হচ্ছে আজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বেলা ১১টায় বিদ্যুত কেন্দ্রটি উদ্বোধন করবেন। বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপারে সিরাজগঞ্জের সয়দাবাদে ২০১২ সালের ১৯ অক্টোবর নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির ১৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুত উৎপাদন কেন্দ্র উদ্বোধন করা হয়। ২০১৪ সালে উৎপাদন শুরু হয়। পরবর্তীতে ৭৫ মেগাওয়াট বাড়িয়ে ২২৫ মেগাওয়াটে রুপান্তর করা হয়। সয়দাবাদে স্থাপিত গ্যাস ও জ্বালানি তেল দিয়ে বিদ্যুত উৎপাদন কেন্দ্র থেকে বর্তমানে ৫৮৪ মেগাওয়াট বিদ্যুত উৎপাদন হচ্ছে। দুই হাজার ৮৬১ মেগাওয়াট বিদ্যুত উৎপাদনের লক্ষ্যমাত্রা সামনে রেখে প্রতিষ্ঠানটি আরও কয়েকটি ইউনিটের নির্মাণ কাজ শুরু করেছে। রবিবার প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সে ২২৫ মেগাওয়াট বিদ্যুত কেন্দ্রের উদ্বোধনের পর আগামী সেপ্টেম্বরে আরও একটি ১৫০ মেগাওয়াট বিদ্যুত উৎপাদন কেন্দ্রের উদ্বোধন করা হবে। এ উপলক্ষে শনিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকার সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির পরিচালক আবু আহমেদ আখতার হোসেন, প্রকল্প পরিচালক আব্দুল্লাহ আল কোরাইশী, প্রকল্পের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কৃষ্ণপদ মালো, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শফিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মনির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামানসহ বিদ্যুত বিভাগের উর্ধতন কর্মকর্তা, সরকারী বিভিন্ন দফতরের বিভাগীয় প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
×