ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরা নিউমার্কেট এখন মরণ ফাঁদ ॥ ধসে পড়েছে ছাদ

প্রকাশিত: ০৭:০৫, ৪ আগস্ট ২০১৮

  সাতক্ষীরা নিউমার্কেট এখন মরণ ফাঁদ ॥ ধসে পড়েছে ছাদ

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সাতক্ষীরা নিউমার্কেটটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। বৃহস্পতিবার রাতে বিকট শব্দে ধসে পড়েছে নিচতলা ও দ্বিতীয় তলার ছাদের বড় বড় অংশ। এছাড়া একাধিক স্থানে দেখা দিয়েছে ছোট বড় ফাটল। যে কোন মুহূর্তে ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা। ফাটল স্থানে ঝুলে রয়েছে বিদ্যুতের তার। তবে, ছাদের নিচের অংশ ধসে পড়ার সময় সেখানে কোন মানুষ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। ভবন বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, যে কোন মুহূর্তে ধসে পড়তে পারে পুরো নিউমার্কেটটি। নিউমার্কেটের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, বহু পুরাতন ও জরাজীর্ণ নিউমার্কেটটি দীর্ঘদিন ধরে অত্যন্ত ঝুঁকিপুর্ণ হয়ে পড়ে। এ কারণে ২০১৭ সালের ৪ এপ্রিল স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ঝুঁকিপূর্ণ এই মার্কেটটি পরিত্যক্ত (কনডেম) ঘোষণা করে। এরপর পরিত্যক্ত ঘোষণা করে সাইনবোর্ড ঝুলিয়ে দেয় পৌর কর্তৃপক্ষ। একইসঙ্গে নিউমার্কেটে অবস্থিত দোকানিদের মালামাল সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়। কিন্তু দোকানিরা নির্দেশ অমান্য করে কনডেম’র বিরুদ্ধে আপীল করে স্টাটাসকো নিলে মার্কেটটি ঝুঁকির মধ্যে থেকে যায়। ব্যবসায়ীরা নিজেদের ও ক্রেতাদের ঝুঁকির মধ্যে রেখে ব্যবসা চালিয়ে যেতে থাকে। এদিকে, বৃহস্পতিবার রাতে মার্কেটের ছাদের বিরাট অংশ ধসে পড়ার পর মার্কেটজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
×