ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

‘ফ্যানি খান’ নিয়ে রুপালি পর্দায় ঐশ্বরিয়া

প্রকাশিত: ০৭:২৫, ২ আগস্ট ২০১৮

‘ফ্যানি খান’ নিয়ে রুপালি পর্দায় ঐশ্বরিয়া

একজন অখ্যাত সঙ্গীতশিল্পী নিজের অপূর্ণ স্বপ্ন পূরণ করতে চান নিজের কন্যার মাধ্যমে। নিজের কন্যাকে গায়িকা হিসেবে বিখ্যাত এবং প্রতিষ্ঠিত করতে বাবার বেপরোয়া চেষ্টার গল্প নিয়ে নির্মিত হয়েছে বলিউডের ‘ফ্যানি খান’ ছবিটি। যা মুক্তি পাচ্ছে এ সপ্তাহে। ২০০০ সালে নির্মিত ডাচ সিনেমা ‘এভরিবডিস ফেমাস’-এর অনুপ্রেরণায় নির্মিত হিন্দী ছবি ‘ফ্যানি খান’-এ একজন অখ্যাত সঙ্গীতশিল্পী ফ্যানি খানের ভূমিকায় অভিনয় করেছেন অনিল কাপুর। কিশোরী কন্যা এবং স্ত্রীকে নিয়ে তার সংসার। জীবনভর চেষ্টা করেছেন সঙ্গীতশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে। কিন্তু তার চেষ্টা ব্যর্থ হয়েছে বার বার। ফ্যানি খানের মেয়েটিও গান গায়। নিজের অপূর্ণ স্বপ্ন কন্যার মাধ্যমে বাস্তবায়িক করতে চায় বাবা। একজন বাবার স্বপ্ন পূরণের পথ চলার গল্প তুলে ধরা হয়েছে ‘ফ্যানি খান’ ছবিতে। নব্বই দশক জুড়ে বলিউডে নায়ক হিসেবে বেশ দাপুটে অবস্থানে ছিলেন অনিল কাপুর। ম্যালা সুপারহিট ছবির অন্যতম তারকা অনিল কাপুর এখনও হিন্দী সিনেমায় নিজেকে ব্যস্ত রাখতে চেষ্টা করে যাচ্ছে তার কন্যা সোনম কাপুর বলিউডে অভিনেত্রী হিসেবে জনপ্রিয় এবং প্রতিষ্ঠিত। অনিল কাপুর তনয় হর্ষবর্ধন কাপুরও বলিউডে নায়ক রূপে আত্মপ্রকাশ করেছেন কয়েক বছর আগেই। এখন বয়স বেড়েছে, আগের মতো রোমান্টিক নায়ক হিসেবে পর্দায় আসার সুযোগ নেই। তাই বয়সের সঙ্গে মানানসই রোলে অভিনয়ের চেষ্টা করছেন অনিল কাপুর। বর্তমানে তার বয়স ৬১ চলছে। ‘দিল ধাড়কানে দো’, ‘ওয়েলকাম ব্যাক’, ‘মুবারাকান’, ‘রেস থ্রি’ ছবিগুলোতে তাকে বয়স্ক মানুষের রোলে দেখেছেন দর্শক। এবার ‘ফ্যানি খান’ ছবির নাম ভূমিকায়ও অনিল কাপুর বয়স্ক মানুষরূপেই পর্দায় হাজির হবেন। অতুল মানজেরকার পরিচালিত এ ছবির প্রযোজনার সঙ্গেও যুক্ত আছেন অনিল কাপুর স্বয়ং। ‘ফ্যানি খান’ ছবিতে আরও আছেন দিব্যা দত্ত, রাজকুমার রাও, ঐশ্বরিয়া রাই। অনেকদিন পর অনিল কাপুর-ঐশ্বরিয়া রাই আবার এক সঙ্গে পর্দায় আসছেন এ ছবিতে। এক সময় তারা দু’জন এক সঙ্গে তাল, ‘হামারা দিল আপকে পাস হ্যায়’ প্রভৃতি ছবিতে রোমান্টিক জুটি হিসেবে অভিনয় করলে ‘ফ্যানি খান’ ছবিতে তাদের রোমান্টিক জুটি হিসেবে দেখা যাবে না। এখানে ঐশ্বরিয়া রাইকে একজন গ্ল্যামারাস জনপ্রিয় সুন্দরী গায়িকা বেবি সিংয়ের চরিত্রে দেখা যাবে। যার প্রেমিক সেজেছেন নতুন প্রজন্মের আলোচিত অভিনেতা রাজকুমার রাও। শুরুতে ‘ফ্যানি খান’ ছবিতে ঐশ্বরিয়া অভিনীত চরিত্রটিতে প্রিয়াঙ্কা চোপড়ার অভিনয়ের কথা থাকলেও হলিউডে ব্যস্ততার কারণে তিনি ছবিটি করতে অপারগতা প্রকাশ করেন। ওদিকে রাজকুমার রাও অভিনীত চরিত্রটিতেও দক্ষিণী অভিনেতা আর মাধ্বনে অভিনয়ের কথা শোনা গিয়েছিল। ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে ঐশ্বরিয়া রাইকে সর্বশেষ দেখা গেছে। ওখানে একজন সুন্দরী মহিলা কবির ভূমিকায় অভিনয় করেন তিনি। ছবিতে তার অভিনীত চরিত্রের ব্যাপ্তি খুব বেশি না হলেও স্বল্প সময়ের উপস্থিতিতে অ্যাশ দর্শক সমালোচক সবাইকে আলোড়িত করেছিলেন। সাবেক বিশ্বসুন্দরী এই জনপ্রিয় বলিউড অভিনেত্রী আজকাল সিনেমায় অভিনয়ে আগের মতো তেমন ব্যস্ত নন। অভিনীত চরিত্র পছন্দ হলে মাঝে মধ্যে হঠাৎ অভিনয়ের জন্য ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন। বচ্চন বাড়ির বউ হওয়ার পর থেকে অ্যাশ নিজেকে গ্ল্যামার জগত থেকে ধীরে ধীরে গুটিয়ে এনেছেন। যদিও বলিউডে জনপ্রিয়তার তুঙ্গে অবস্থান করছিলেন তিনি অভিষেক বচ্চনকে বিয়ের সময়। বর্তমানে তার বয়স ৪৪ চলছে। এই বয়সে রোমান্টিক নায়িকা সাজার ইচ্ছে নেই তার। কন্যা আরধ্যার মা হিসেবে তাকে লালন পালনে বেশ কয়েকটি বছর দিয়েছেন। আরধ্যা এখন বড় হয়েছে। যে কারণে আবার অভিনয় নিয়ে চিন্তা-ভাবনা করতে পারছেন। মা হওয়ার পর সিনেমায় ফিরে এসে ঐশ্বরিয়া চ্যালেঞ্জিং এবং জটিল কয়েকটি রোলে দর্শকদের সামনে এসেছেন। এর মধ্যে ‘জাজবা’, সর্বজিৎ ছবি দুটিতে তার ব্যতিক্রমধর্মী চরিত্রে রূপায়ণ সবার প্রশংসা অর্জন করেছে। ২১ বছরের ক্যারিয়ারে ৫টি ভাষার ৪০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন অ্যাশ। ‘ফ্যানি খান’ ছবিটি তার ক্যারিয়ারে নতুন এক অভিজ্ঞতা হিসেবে বিবেচিত হচ্ছে। এ ছবিতে কাজ করতে গিয়ে বেশ কয়েকবার নির্মাতাগোষ্ঠীর সঙ্গে তার ঝামেলা সৃষ্টি হয়েছে। একবার নিজের কস্টিউম নিয়ে আরেকবার তার গানের কথায় অশালীনতার অভিযোগ এনে শূটিং করা থেকে বিরত থাকেন তিনি। ৪৪-এ পৌঁছেও ঐশ্বরিয়া রয়ে গেছেন অনিন্দ্য সুন্দরের উপমা হিসেবে। এখনও গ্ল্যামারাস ইমেজের কোন রোলে পর্দায় উপস্থিত হয়ে চমকে দিতে পারেন ‘ফ্যানি খান’ ছবিটি এর বড় প্রমাণ। তার সমসাময়িক অন্য অনেক বলিউডি নায়িকা অভিনয় জগত থেকে বিদায় নিয়েছেন। আর যারা অভিনয় করছেন তারাও মা, বড় বোন কিংবা ভাবির চরিত্রে পর্দায় আসছেন।
×