ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

কাঠগড়ায় ট্রাম্পের সাবেক প্রচার শিবির প্রধান

প্রকাশিত: ০৬:৩৫, ২ আগস্ট ২০১৮

কাঠগড়ায় ট্রাম্পের সাবেক প্রচার শিবির প্রধান

যুক্তরাষ্ট্রে ২০১৬ সালের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে তদন্তকারী বিশেষ কর্মকর্তা রবার্ট মুলারের আনা অভিযোগের ভিত্তিতে প্রথম বিচারের কাঠগড়ায় দাঁড়াচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচার শিবিরের সাবেক প্রধান পল ম্যানাফোর্ট। তার বিরুদ্ধে ব্যাংক জালিয়াতি, ভুয়া আয়কর রিটার্ন দাখিল, অর্থপাচারসহ ১৮টি অপরাধের অভিযোগ আছে। এসব অভিযোগে মঙ্গলবারই তার বিচার শুরু হয়েছে ভার্জিনিয়ার আলেক্সান্দ্রিয়ার ডিস্ট্রিক্ট কোর্টে। চলবে তিন সপ্তাহ ধরে। খবর বিবিসির। ওয়াশিংটন ডিসির ফেডারেল কোর্টেও ম্যানাফোর্টের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ আছে। তবে সেখানে তার বিচার ১৭ সেপ্টেম্বরের আগে শুরু হবে না। ইউক্রেন ও রাশিয়ার সঙ্গে ম্যানাফোর্টের সম্পৃক্ততার কারণে তিনি মুলারের তদন্ত দলের বিচারের সম্মুখীন হয়েছেন। মুলারের তদন্ত দল যুক্তরাষ্ট্রে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের বিষয়টি ছাড়াও রাশিয়া সরকারের সঙ্গে ট্রাম্পের প্রচার শিবিরের লোকজনদের কোনরকম যোগাযোগ, কিংবা সমন্বয়ের বিষয়টি খতিয়ে দেখছে। ম্যানাফোর্ট ২০১৬ সালের মে মাসে ট্রাম্পের নির্বাচনী প্রচার শিবিরের চেয়ারম্যান হন। ইউক্রেন রাজনীতির জন্য লবি করে তিনি লাখ লাখ ডলার আয় করেছিলেন এবং তা মার্কিন সরকারের কাছে গোপন করেছিলেন বলে অভিযোগ আছে। ভার্জিনিয়ার আদালতে মুলারের তদন্ত দল ম্যানাফোর্টের বিরুদ্ধে রাশিয়া সরকারের সঙ্গে তার আঁতাতের কোন প্রমাণ হাজির করবে না। তবে এ বিচারের মধ্য দিয়ে ইউক্রেন ও রুশদের সঙ্গে ম্যানাফোর্ট কি কাজ করেছেন সে সম্পর্কে আরও বিস্তারিত তথ্য বেরিয়ে আসবে। ইউক্রেনের রাশিয়া-সমর্থিত সাবেক প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের সঙ্গে ম্যানাফোর্টের ঘনিষ্ঠতার খবর প্রকাশ পাওয়ার পর তাকে সমালোচনার মুখে পড়তে হয়েছিল। তাছাড়া, ইউক্রেনে রুশপন্থী রাজনৈতিক দলের সঙ্গে ম্যানাফোর্টের সম্পৃক্ততার অভিযোগ উঠেছিল।
×