ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জাতীয় বিশ্ববিদ্যালয়

অনার্স ২য় বর্ষ পরীক্ষার ফরম পূরণ শুরু

প্রকাশিত: ০৬:৩৯, ১ আগস্ট ২০১৮

অনার্স ২য় বর্ষ পরীক্ষার ফরম পূরণ শুরু

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭ সালের ২য় বর্ষ অনার্স (বিশেষ) পরীক্ষার (২০১০-১১, ২০১১-১২ এবং ২০১২-১৩ শিক্ষাবর্ষের) গ্রেড উন্নয়ন পরীক্ষার্থীদের আবেদন ফরম পূরণ আগামী ২ আগস্ট থেকে এবং ২০১৮ সালের ২য় বর্ষ অনার্স পরীক্ষার নিয়মিত, অনিয়মিত ও গ্রেড উন্নয়ন পরীক্ষার্থীদের আবেদন ফরম পূরণ আগামী ৬ আগস্ট থেকে শুরু হবে এবং তা চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত। বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটww w.nubd.info/honours থেকে জানা যাবে। মাস্টার্সের রিলিজ স্লিপের আবেদন শুরু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামের ভর্তি কার্যক্রমে রিলিজ স্লিপের অনলাইন আবেদন মঙ্গলবার থেকে শুরু হয়েছে, তা চলবে আগামী ৬ আগস্ট রাত ১২টা পর্যন্ত। বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ওয়েবসাইট www.nu.ac.bd/admissions থেকে পাওয়া যাবে। নর্থ সাউথ ভার্সিটি ও সিটি ব্যাংক চুক্তি স্বাক্ষর সম্প্রতি নর্থ সাউথ ইউনিভার্সিটি ও সিটি ব্যাংক লিমিটেডের মধ্যে একটি স্ট্রাটেজিক পার্টনারশীপ চুক্তি স্বাক্ষর হয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম এবং সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সোহেল আর. কে. হোসেন নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম. এ হাসেম, ট্রাস্টি সদস্য বেনজীর আহমেদ ও মোহাম্মদ শাহজাহান, উপ-উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক গিয়াস ইউ আহসান, কোষাধ্যক্ষ অধ্যাপক গৌর গোবিন্দ গোস্বামী, সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাশরুর আরেফিন, হেড অব এমপ্লয়ী ব্যাংকিং হাসান উদ্দিন আহমেদ এবং উভয় প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তাবৃন্দ। -বিজ্ঞপ্তি
×