ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে ॥ গবর্নর

প্রকাশিত: ০৬:২৫, ১ আগস্ট ২০১৮

পুঁজিবাজারে বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে ॥ গবর্নর

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজার নিয়ে গবর্নর ফজলে কবির বলেন, এখন ব্যাংকে পর্যাপ্ত তারল্য রয়েছে। পাশাপাশি আন্তঃব্যাংক সুদের হার এখন অনেক কম রয়েছে। তাই বর্তমানে পুঁজিবাজারে বিনিয়োগের জন্য অত্যন্ত অনুকূল পরিবেশ বলা যায়। তিনি দুপুরে বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে ২০১৮-১৯ অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতি ঘোষণা অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তিনি মুদ্রানীতি ঘোষণার সময়ে বলেন, বৈদেশিক লেনদেন ভারসাম্য রাখার জন্য ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স আন্তঃপ্রবাহ জোরদার করার পাশাপাশি সরাসরি বৈদেশিক বিনিয়োগ ও পুঁজিবাজারে বিনিয়োগ আকর্ষণ কার্যক্রম জোরদার করা গুরুত্বপূর্ণ হবে। মূলধন বাজারে ইক্যুইটি এবং বন্ড ইস্যু কার্যক্রম বিকাশের গুরুত্বের দিকে আমরা এর আগের মুদ্রানীতিতে দৃষ্টি আকর্ষণ করেছি। এছাড়া মুদ্রানীতিতে উল্লেখ করা হয়েছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) স্ট্র্যাটেজিক পার্টনারের বিষয়টি।
×