ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

সন্তান হারিয়ে কাঁদল মা তিমি

প্রকাশিত: ০৫:২৩, ৩০ জুলাই ২০১৮

 সন্তান হারিয়ে কাঁদল মা তিমি

কে বলে সন্তানের মৃত্যুতে শুধু মানুষই ভেঙ্গে পড়ে শোকে ও কান্নায় ? সদ্যজাতের মৃত্যুতে ঘণ্টার পর ঘণ্টা কাঁদল তিমি মাছ। এ ক্ষেত্রে প্রমাণ হলো প্রাণীদের ক্ষেত্রেও সন্তান স্নেহ সেই একই। প্রায় ১৭ মাস ধরে ধৈর্য ধরে অপেক্ষা করেছিল তিমিটি। আর পাঁচটা সাধারণ মায়ের মতোই, সেদিনও তার নতুন শিশুকে পৃথিবীতে স্বাগত জানানোর জন্য অপেক্ষা করছিল মা তিমি মাছটি। মঙ্গলবার সকালে শেষমেশ জন্মও নেয় তিমির কন্যা শিশুটি। ব্রিটিশ কলম্বিয়ার ভিক্টোরিয়ার কাছাকাছি জন্ম হয় ওই বাচ্চা তিমিটির। কিন্তু তারপরই মা তিমিটি বুঝতে পারে তার সদ্য জন্ম দেয়া বাচ্চাটির শরীরে কোনও সাড়া নেই। জন্মের একঘণ্টার মধ্যেই মারা যায় শিশু তিমিটি। কিন্তু এত তাড়াতাড়ি সন্তানকে হারাতে হবে এমনটা ভাবতে পারেনি মা তিমি। এরপর শুরু হয় কান্না। সান জুয়ান দ্বীপের সেন্টার ফর হোয়েল রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা ও প্রধান বিজ্ঞানী ক্নে বালকম্ব বলেন, বাচ্চাটি মারা যাওয়ার পর কয়েক ঘণ্টা ধরে কাঁদতে থাকে মা তিমিটি। শুধু তাই নয় দু’দিন পরেও মৃত শিশুটিকে পানির ওপর ভাসিয়ে তুলতে আপ্রাণ চেষ্টা করে এই তিমি মা। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কনজারভেশন বায়োলজির শিক্ষক ডেবোরাহ গিলস বলেন, মা তিমিটি যা করেছে সেটি খুবই কষ্টকর। এই কয়দিন তিমিটি কিছুই খায়নি। সারাদিন বাচ্চাটিকে পানির ওপর ভাসির রাখার চেষ্টা করেছে আর অঝোর ধারায় কেঁদেছে।-ওয়াশিংটন পোস্ট অবলম্বনে।
×