ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আয়ারল্যান্ড গেল বাংলাদেশ ‘এ’ দল

প্রকাশিত: ০৭:৩৪, ২৯ জুলাই ২০১৮

আয়ারল্যান্ড গেল বাংলাদেশ ‘এ’ দল

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ‘এ’ দলের নেতৃত্ব পেয়েছেন মুমিনুল হক। ওয়ানডে দলটির নেতৃত্ব পেয়েছেন। মুমিনুলের নেতৃত্বে আয়ারল্যান্ড সফরেও গেছে বাংলাদেশ ‘এ’ দল। আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে সিরিজ খেলতে শনিবার সকালে দলের ক্রিকেটাররা আয়ারল্যান্ড গেছেন। আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে পাঁচটি একদিনের ও তিনটি টি২০ ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ ‘এ’ দল। এ সিরিজের জন্য ১৬ সদস্যের একটি দল আগেই ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে আনঅফিসিয়াল ওয়ানডে সিরিজের নেতৃত্ব মুমিনুল হকের কাঁধেই দেয়া হয়েছে। শুরুতে যেহেতু ওয়ানডে সিরিজ, অধিনায়কত্ব তাই মুমিনুলকেই আগে করতে হবে। আনঅফিসিয়ার টি২০ সিরিজে নেতৃত্ব দেবেন সৌম্য সরকার। তিনি ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে টি২০’র আগে দলে যোগ দেবেন। আগামী ১ আগস্ট থেকে প্রথম ওয়ানডে দিয়ে সিরিজ শুরু হবে। আয়ারল্যান্ডে হবে সিরিজ। ১ আগস্ট প্রথম, ৩ আগস্ট দ্বিতীয়, ৫ আগস্ট তৃতীয়, ৮ আগস্ট চতুর্থ ও ১০ আগস্ট পঞ্চম ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে। দুই দলের মধ্যকার ১৩ আগস্ট প্রথম টি২০ দিয়ে স্বল্পওভারের সিরিজ শুরু হবে। এরপর ১৫ আগস্ট দ্বিতীয় ও ১৭ আগস্ট তৃতীয় ও শেষ টি২০ ম্যাচটি অনুষ্ঠিত হবে। সিরিজ শেষে ১৮ আগস্ট দেশের উদ্দেশে রওনা হবেন দলের ক্রিকেটাররা। দলে রয়েছেন মুমিনুল হক (ওয়ানডে অধিনায়ক), সৌম্য সরকার (টি২০ অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, ফজলে মাহমুদ রাব্বি, আফিফ হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, আল আমিন, জাকির হাসান, নাঈম হাসান, সানজামুল ইসলাম, নুরুল হাসান সোহান, সাইফউদ্দিন, মিজানুর রহমান, সাইফ হাসান ও তাসকিন আহমেদ। তবে সৌম্য সরকার দলের সঙ্গে আয়ারল্যান্ডে যাননি। তিনি যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি২০ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজে আছেন। যথাসময়ে দলের সঙ্গে যেতে না পারলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি২০ সিরিজ খেলা শেষ হলেই আয়ারল্যান্ডে দলের সঙ্গে যোগ দেবেন সৌম্য। ৬ আগস্ট ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের টি২০ সিরিজ শেষ হবে। এরপর আয়ারল্যান্ডের উদ্দেশে উড়াল দেবেন সৌম্য। আইরিশদের বিপক্ষে তিনটি ওয়ানডে নিশ্চিতভাবেই খেলতে পারবেন না সৌম্য। এমনও হতে পারে চতুর্থ ওয়ানডেতেও সৌম্যকে নাও মিলতে পারে। তবে পঞ্চম ওয়ানডে ও টি২০ সিরিজ খেলবেন সৌম্য। ওয়ানডে সিরিজে সৌম্য আবার সহঅধিনায়কও। যখন দল ঘোষণা হলো, তখন মুমিনুলকে নিয়েই বেশি আলোচনা হয়েছে। তাকে যে ‘টেস্ট স্পেশালিস্ট’ ব্যাটসম্যান হিসেবেই শুধু জাতীয় দলে ভাবা হচ্ছিল। এখন তিনি নির্ধারিত ওভারের জন্যও বিবেচনায় থাকছেন। এ জন্য শুধু এ সিরিজে ভাল করে দেখাতে হবে মুমিনুলকে। ২০১৫ বিশ্বকাপে সর্বশেষ ওয়ানডে খেলেছেন মুমিনুল। এরপর ঢাকা প্রিমিয়ার লীগে নিয়মিত পারফর্ম করলেও আর সুযোগ পাননি ওয়ানডে দলে। এবার বিশ্বকাপের এক বছর আগে নিজেকে প্রমাণের দারুণ এক সুযোগ পেলেন তিনি। অন্যদিকে তরুণ সৌম্য সরকারের জন্যও এটা বড় সুযোগ। দীর্ঘদিন ধরে ধারাবাহিকতার অভাবে ভুগছেন জাতীয় দলের ভবিষ্যত এই তারকা। তাকে ফর্মে ফেরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন নির্বাচকরা। জাতীয় দলের আরও তিন তরুণ সুযোগ পেয়েছেন ‘এ’ দলে। পেসার তাসকিন আহমেদ, পেসার নাজমুল হোসেন শান্ত এবং উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান রয়েছেন। তাসকিনকেও নিজেকে প্রমাণ করতে হবে। বাংলাদেশ ‘এ’ দল ॥ মুমিনুল হক (ওয়ানডে অধিনায়ক), সৌম্য সরকার (টি২০ অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, ফজলে মাহমুদ রাব্বি, আফিফ হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, আল আমিন, জাকির হাসান, নাঈম হাসান, সানজামুল ইসলাম, নুরুল হাসান সোহান, সাইফউদ্দিন, মিজানুর রহমান, সাইফ হাসান, তাসকিন আহমেদ। সফরের পূর্ণাঙ্গ সূচী তারিখ ম্যাচ ১ আগস্ট ১ম ওয়ানডে ৩ আগস্ট ২য় ওয়ানডে ৫ আগস্ট ৩য় ওয়ানডে ৮ আগস্ট ৪র্থ ওয়ানডে ১০ আগস্ট ৫ম ওয়ানডে টি২০ সিরিজ ১৩ আগস্ট ১ম টি২০ ১৫ আগস্ট ২য় টি২০ ১৭ আগস্ট ৩য় টি২০
×