ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশিত: ০৭:০৬, ২৯ জুলাই ২০১৮

কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ ২৮ জুলাই ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইকরা কিন্ডার গার্টেনের উদ্যোগে ৩ শতাধিক কৃতী শিক্ষার্থীদের সংর্বধনা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার বিকেল ৫ টায় উপজেলার ভুলতা আমবাগানে এ সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। আবুল বাশার ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, তারাবো পৌর মেয়র হাসিনা গাজী। অনুষ্ঠান উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা আমির হোসেন। এ সময় বিশেষ অতিথি ছিলেন গেজেটভুক্ত সমাজসেবক ও স্বদেশ কিন্ডারগার্টেন ওয়েলফার এ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা লায়ন মোজাম্মেল হক ভূইয়া, জেলা পরিষদের সদস্য শীলা রানী পাল, ভুলতা ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর জসিম উদ্দিন, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ফারুক মহসিন, ইকরা কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, খোদেজা বেগম, আলী ওসমান, কফিল উদ্দিন, অভিভাবক রিনা ইসলাম প্রমুখ। গাছের চারা বিতরণ নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, কুষ্টিয়া, ২৮ জুলাই ॥ দৌলতপুরে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের (বিএটিবি) উদ্যোগে বনায়ন প্রকল্পের আওতায় বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। শনিবার বেলা ১১ টার সময় দৌলতপুর উপজেলার শিল্পনগরী আল্লারদর্গার (বিএটিবি) কার্যালয়ের সামনে এ গাছের চারা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, বিএটিবি আল্লারদর্গা লিফ রিজিয়নের এরিয়া ম্যানেজার মাহমুদ আল হাসান ও আল্লারদর্গা লিফ রিজিয়নের হিসাবরক্ষণ কর্মকর্তা আসাদুল করীম খানসহ অন্যান্য কর্মকর্তা। এ সময় এলাকার স্কুল-কলেজের ছাত্র/ছাত্রীসহ পথচারী মানুষের মাঝে প্রায় ৩ হাজার ফলদ, বনজ গাছের চারা বিতরণ করা হয়।
×